বিতর্ক ভুলে ফুটবলে মনযোগ দেওয়ার পরামর্শ জিদানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। কাতারের মাঠে ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবলের মহৎসব। এই বিশ্বকাপকে ঘিরেই এক দশকেরও বেশী সময় ধরে চলছে বিতর্ক। সম্প্রতি ফেঞ্চ বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তী জিনেদিন জিদান ২০২২ ফুটবল বিশ্বকাপের বিতর্ক নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "সময় হয়েছে সমস্ত বিতর্ক ভুলে গিয়ে ফুটবলে মনোযোগ করা।"
নিজের দেশ সম্পর্কে জিদান বলেন, "আমি আশা করি ফ্রান্সের এই টুর্নামেন্ট খুব ভালো যাক।" এর সাথে তিনি কাতারের মাঠে বিশেওকাপ দেখা নিয়ে বলেন, "আমি এখনো জানিনা যে আমি কাতারে যাব কি না।"
কাতার বিশ্বকাপ নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের বিতর্ক নিয়ে জিদান বলেছেন, যে সকল ফুটবল সমর্থক শুধুমাত্র ফুটবল দেখতে চান তাঁরা শুধুমাত্র খেলায় মন দিক। তিনি বলেন, "আমরা কি বলছি তা এখন যায় আসে না, ইহা কোনোদিনি যথেষ্ট হবেনা অথবা সত্যি বলার মত কথা হবেনা।"