বার্সিলোনা ইউরোপা লিগ খেলার যোগ্য নয় - ছিটকে যাওয়ার পর বার্তা কোচ জাভির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০০০-০১ মরশুমের পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল এফসি বার্সিলোনা। শেষ ম্যাচডেতে বায়ার্নের কাছে হেরে এবং বেনফিকার জয়ের জেরে গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগ নকআউট প্লে অফসে চলে গিয়েছে কাতালান জায়ান্টরা।
তবে এই হারের পরে নবনিযুক্ত কোচ জাভি মেনে নিয়েছে যে এটি দলের জন্য একটি নতুন শুরু। যদিও তিনি মেনে নিতে পারছেন না যে বার্সিলোনা ইউরোপা লিগে চলে গিয়েছে।
ম্যাচের পর জাভি এই নিয়ে বলেছেন, "বায়ার্ন আমাদের থেকে অনেক ভালো ছিল। এখন এই সত্যিটাই আমাদের মেনে নিতে হবে। আমরা ইউরোপা লিগে এসেছে। একটি নতুন যুগ শুরু হয়েছে আজ।"
এরপর জাভি বলেছেন, "বার্সিলোনা ইউরোপা লিগ খেলার যোগ্য নয়, ওরা চ্যাম্পিয়ন লিগে থাকার যোগ্য। আমরা আবার শূন্য থেকে শুরু করব।"