কেন ঐতিহ্যশালী মোহনবাগান তাঁবুতে বিরাজমান ইস্টবেঙ্গলের পতাকা? জেনে নিন সত্যিটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, ঐতিহ্যশালী মোহনবাগান মাঠে সদস্যদের গ্যালারিতে বিরাজমান চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের পতাকা।
আর এই নিয়ে সমালোচনায় মুখরিত হয়েছে মোহনবাগান জনতা। রিমুভ এটিকে নিয়ে ক্ষোভ তো রয়েইছে, এবার এই ভাইরাল ছবি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ঠিক কি কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের পতাকা রয়েছে মোহনবাগানের সদস্য গ্যালারিতে?
আসলে, এমনটা করা হয়েছে আইএসএলের প্রোমো শুটের জন্য। গত শনিবার থেকে মোহনবাগান মাঠের একপ্রান্তে আইএসএলের বিলবোর্ড লাগানোর কাজ শুরু হয়েছিল, এছাড়া বিশেষ লাইট ও সাউন্ড সিস্টেমে ভর্তি ছিল মাঠ এবং জেনারেটরের গাড়ি ও ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে ছিল মোহনবাগান তাঁবুর বাইরে। আইএসএলের প্রোমো শুটের জন্যই ইস্টবেঙ্গলের পতাকা রাখা হয়েছিল সেই জায়গায়।
রবিবার এটিকে মোহনবাগানের অনুশীলনের পরে এই প্রোমো শুটের আয়োজন করা হয়। বলা বাহুল্য, আগামী ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনালে নামবে এটিকে মোহনবাগান। আর সেই কারণে রবিবার শেষ ওপেন প্র্যাকটিস করে সবুজ-মেরুণ ব্রিগেড। যদিও প্রথম ২০ মিনিট অনুশীলনের পর ভিডিও রেকর্ডিং বন্ধের নির্দেশ দেন এটিকে মোহনবাগানের সাপোর্ট স্টাফেরা। তবে সমর্থকদের অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়। সোম ও মঙ্গলবার হবে ক্লোজড ডোর অনুশীলন।