মরশুমের মাঝপথেই কেন প্রীতি ম্যাচ খেলল বার্সিলোনা ও ম্যান সিটি? জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই সেরা ইউরোপীয় লিগগুলি চালু হয়ে গিয়েছে, কিছু ম্যাচ খেলাও হয়ে গিয়েছে। এর মাঝে সাধারণত ইউরোপের দুই ভিন দেশের হেভিওয়েট দল মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে। কিন্তু বুধবার বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি স্রেফ একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হল, তাও আবার যখন মরশুম শুরু হয়ে গিয়েছে।
আর এই ম্যাচটি যখন আয়োজিত হয়, তখন সমর্থকদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কিন্তু এই প্রীতি ম্যাচ খেলার পিছনে শুধু ফুটবলগত নয়, বরং তার থেকেও অনেক বড় কারণ রয়েছে।
ক্যাম্প ন্যুতে হওয়া এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল এএলএস রোগের নিরাময়ের গবেষণার অর্থ তোলার জন্য। এই এএলএস এর পুরো অর্থ হল অ্যামিট্রোপিচ ল্যাটেরাল স্ক্লেরোরিস, যা একটি স্নায়ু রোগ যার এই মুহুর্তে কোনও নিরাময় নেই। এবং এতে বেঁচে থাকার আয়ু চার-পাঁচ বছর হয়ে যায়।
২০২০ সালে, বার্সিলোনার প্রাক্তন সহকারী কোচ এবং ম্যান সিটির হেড কোচ পেপ গুয়ারদিওলার ঘনিষ্ট বন্ধু জুয়ান কার্লোস উঞ্জু এই রোগে আক্রান্ত হয়েছেন। এবং ম্যাচ শুরুর আগে, ক্যাম্প ন্যুতে এই প্রীতি ম্যাচ দেখতে উপস্থিত ৯১,০৬২ দর্শককে অভিবাদন জানান উঞ্জু।
ম্যাচের কথা বললে, ৩-৩ স্কোরে ড্র করে দুই দল। বার্সিলোনার হয়ে গোল করেন পিয়ের এমরিক অবামেয়াং, ফ্রেঙ্কি ডি জং ও মেম্ফিস ডিপে। এদিকে ম্যান সিটির হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ, কোল পালমার ও রিয়াদ মাহরেজ।