নিজেই নিজেকে সরিয়ে দিয়েছিলেন আবিওলা দাউদা, ফল ভুগল মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বুধবার ডুরান্ড কাপের সেমি ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। এবং এই ম্যাচে আশ্চর্যজনকভাবে ছিলেন না তারকা ফরোয়ার্ড আবিওলা দাউদা। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা দাউদাকে কেন রাখা হয়নি দলে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মহামেডান সমর্থকরা।
যা খবর, নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন দাউদা। কেরালা ব্লাস্টার্স ম্যাচে চোট পেয়েছিলেন দাউদা, এবং সেই কারণে সেমিতে মুম্বইয়ের বিরুদ্ধে শুরু করবেন না একপ্রকার নিশ্চিত ছিল। তবে তাকে প্ল্যান বি-তে ব্যবহার করার ভাবনা ছিল সাদা-কালো টিম ম্যানেজমেন্টের।
কিন্তু ম্যাচের দিন সকালেই দাউদা প্রথমে টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস এবং পরে কোচ আন্দ্রে চেরনিশভকে জানিয়ে দেন, তিনি সেমিফাইনালে খেলার জন্য ফিট নন। বলা বাহুল্য, গত মঙ্গলবার অনুশীলন চলাকালীন ফিজিওর কাছে নানারকম ব্যায়াম সারছিলেন দাউদা। এবং সেই সময়ে মনে হয়েছিল, হয়ত দ্বিতীয়ার্ধে নামার মত ফিটনেস লাভ করে নেবেন দাউদা।
কিন্তু মঙ্গলবার রাতে ফিজিওদের রিপোর্টে বলা হয়, পূর্ণ ফিটনেস লাভ করতে পারেননি দাউদা। এবং বুধবার সকালে নিজের ফিটনেসের বিষয়ে জানিয়ে দেন দাউদা নিজেই। এর ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ২১ জন নয়, ২০ জনের দলগঠন করতে পারে মহামেডান।
এবং শেষ মুহুর্তে দাউদার না থাকাটাই পরিকল্পনা ঘেঁটে দেয় রাশিয়ান হেড কোচের। আর সেই কারণেই ম্যাচের শেষের দিকে রক্ষণাত্মক হয়ে পড়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সুযোগ পেয়েই ৯০ মিনিটে গোল করে ফেলে মুম্বই।