ডার্বির এতো টিকিট গেলো কোথায়?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই কলকাতা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে যাওয়া আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে বাংলার ফুটবল ভক্তদের মধ্যে তৈরী হয়েছে তুমুল উন্মাদনা। ইতিমধ্যে আয়োজক দল এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানানো হয়েছে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সোল্ড আউট কলকাতা ডার্বি!
কিন্তু সত্যি কি ডার্বি সোল্ড আউট? এতোদিন কলকাতা ডার্বির আয়োজক দল, আইএফএকে একটি নির্দিষ্ট পরিমাণ টিকিট পাঠিয়ে এসেছে। সেই টিকিট থেকে আইএফএ, তাদের সাথে সম্বন্ধযুক্ত ক্লাবগুলিতে টিকিট বিতরন করে।
তবে খবর অনুযায়ী, ২৯ অক্টোবর কলকাতা ডার্বি ম্যাচের জন্য আয়োজক দল এটিকে মোহনবাগান, আইএফএকে যে পরিমাণ টিকিট পাঠিয়েছে তা আইএফএর জন্য অপমানজনক। ফলস্বরূপ আইএফএ এটিকে মোহনবাগানের পাঠানো টিকিট গ্রহণ করেনি। টিকিট প্রত্যাহার করা হয়।
অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবও টিকিট কম পেয়েছে বলে সম্প্রতি বেশ কয়েকবার দাবী উঠেছিল লাল হলুদ শিবির থেকে। অন্যদিকে অনলাইনেও সব টিকিট ছাড়া হয়নি বলে শোনা গেছে।
তাহলে এতো সংখ্যক টিকিট গেলো কোথায়?
খবর অনুযায়ী, শুধুমাত্র জেনারেল বডি সদস্য এবং কমিটি সদস্যরা টিকিট পেয়েছেন।