কবে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল স্কোয়াডে যোগ দেবেন রোনাল্ডো? আপডেট দিলেন টেন হাগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে দুরন্ত খেলেও ড্র করে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময়ে ক্যাসেমিরোর গোলে পিছিয়ে থেকে ম্যাচ ড্র করে আনে ইউনাইটেড। তবে রেড ডেভিলসের সমর্থকরা নিশ্চয়ই মিস করছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠ ছাড়ার কারণে রোনাল্ডোকে চেলসি ম্যাচ থেকে বাদ দেন হেড কোচ এরিক টেন হাগ। আর এর জেরে প্রশ্ন উঠেছে, কবে থেকে আবার ইউনাইটেডের মূল দলে যোগ দেবেন সিআর সেভেন।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাচ প্রশিক্ষক বলেছেন, "হ্যাঁ, আমার মনে হয় কেবল এই ম্যাচের জন্যই ও বাদ পড়েছে। এরপর আমরা কথা বলব এবং দেখব কি হয়।"
এরপর টেন হাগ যোগ করেন, "কি নিয়ে কথা হবে, এই বিষয়ে যদি জিজ্ঞেস করেন, সেটি ক্রিশ্চিয়ানো আর আমার মধ্যে হবে। বিবৃতিতে স্পষ্টভাবে লেখা রয়েছে, আমার মনে হয়। রোনাল্ডো দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আমি এই দলের ম্যানেজার, আমি এই দলের সংস্কৃতির জন্য দায়ী থাকব এবং আমায় এখানকার নিয়ম ও নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে।"