কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছেন না ব্রেন্ডন হ্যামিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : স্প্যানিশ ডিফেন্ডার তিরির ছিটকে যাওয়ার পর এটিকে মোহনবাগান সই করায় অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে। এবং অনেকেই আশা করেছিলেন, যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি তিরি পালন করতেন এটিকে মোহনবাগানের রক্ষণে, সেই কাজটিই করবেন হ্যামিল।
কিন্তু কলকাতায় বেশ অনেক দিন হয়ে গেলেও এখনও এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেননি হ্যামিল। হোম সিকনেস থেকে জ্বর, পেট খারাপ - সব মিলিয়ে নাজেহাল অবস্থা এই অজি ডিফেন্ডারের। আর এর জেরে হাতে গোনা কয়েক দিনই অনুশীলন করতে পেরেছেন হ্যামিল।
এমনকি, চলতি ডুরান্ড কাপে কেবল রাজস্থান ইউনাইটেড ম্যাচে দলে ছিলেন হ্যামিল। পরিবর্ত হিসেবে হ্যামিল নামার পরেই রাজস্থানের কাছে দুই গোল খেয়ে বসে এটিকে মোহনবাগান।
আর এর জেরে সমর্থকদের মনে আশঙ্কা বাঁধছে। তবে ইতিবাচক বিষয় হল, হ্যামিলের এমনটা হওয়া নতুন নয়। এর আগে এটিকে মোহনবাগানের দুই তারকা বিদেশী জনি কাউকো ও হুগো বুমোসেরও ভারতের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুই ফুটবলারই এটিকে মোহনবাগানের স্তম্ভ। ফলে হ্যামিলের উপর ভরসা করা যায়, শুধু দিতে হবে সময়।