ফিফার নির্বাসনে কি প্রভাব পড়বে ইস্টবেঙ্গলের নতুন বিদেশীদের উপর? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৬ আগস্ট মধ্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ভারতীয় ফুটবলকে গভীর সংকটে ফেলে দিল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।
এই নিষেধাজ্ঞার ফলে আসন্ন অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন হাতছাড়া হওয়া থেকে শুরু করে সকল ভারতীয় পুরুষ ও মহিলা দলের আন্তর্জাতিক ম্যাচ খেলা বন্ধ হয়ে গেল। আর ক্লাবগুলি নতুন কোনও বিদেশীকে আনতেও পারবে না নিজেদের দলে।
আর এই নিষেধাজ্ঞার জেরে যেমন এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে গেল এটিকে মোহনবাগানের, তেমনই সংকটে পড়ল ইমামি ইস্টবেঙ্গল এফসিও। কিন্তু কেন? চলুন জেনে নিই।
ইতিমধ্যেই পাঁচ নতুন বিদেশীর নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। এর মধ্যে সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস কাইরিয়াকু চলে এসেছেন কলকাতায়। কিন্তু এশীয় কোটার বিদেশী এখনও ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। আর এই ফিফা নিষেধাজ্ঞার জেরে আপাতত নতুন কোনও বিদেশীকে আনতেও পারবে না লাল-হলুদ ব্রিগেড।
তাহলে বাকি চার বিদেশীকে আনার ক্ষেত্রেও কি সমস্যা হবে ইস্টবেঙ্গলের? সেক্ষেত্রে আশা রয়েছে। যেহেতু ১৪ আগস্টের আগে এই নতুন বিদেশীদের নাম ঘোষণা এবং চুক্তিবদ্ধ করা হয়েছে, ফলে ইভান গোঞ্জালেজ, অ্যালেক্স লিমা, এলিয়ান্দ্রো ও ক্লেইটন সিলভার দলে যোগদানের ক্ষেত্রে কোনও অসুবিধা থাকবে না। এছাড়া ইভান, লিমা ও ক্লেইটন যেহেতু বিভিন্ন আইএসএল দল থেকে ইস্টবেঙ্গলে আসছে, সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় কোনও প্রভাব পড়বে না।
তবে ইস্টবেঙ্গল ফিফার নিষেধাজ্ঞা না ওঠা অবধি আর কোনও নতুন বিদেশীর নাম ঘোষণা করতে পারবে না। হয়ত তারা নতুন কোনও বিদেশীকে চুক্তিবদ্ধ করতে পারে, কিন্তু তাকে রেজিস্টার্ড করাতে পারবে না। ফলে এই সমস্যাটি থেকে গেল লাল-হলুদ ব্রিগেডের জন্য।