দেখুন : সেটপিসে তুখোর আমির ডেরভিসেভিচের কিছু অসাধারণ গোল, সমর্থকদের ভরসা দেবেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বিদেশী সাইনিং শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর এবারের আইএসএলে নিজেদের প্রথম বিদেশী হিসেবে স্লোভেনিয়ার ফুটবলার আমির ডেরভিসেভিচকে ঘোষণা করেছে লাল-হলুদ ব্রিগেড। আর তারপরেই ডেরভিসেভিচকে নিয়ে বিশ্লেষণ ও কাটাছেঁড়ার ঝড় উঠেছে কলকাতা ময়দানে।
ইতিমধ্যেই এক্সট্রা টাইম বাংলা ২৯ বছরের এই মিডফিল্ডারের যাবতীয় বায়োডেটা প্রদান করেছে। দীর্ঘ আট বছর স্লোভেনিয়ার প্রথম ডিভিশনের হয়ে খেলে গোল করেছেন, করিয়েছেন অসংখ্য। ১৬টি গোল করেছেন, আর এর মধ্যে বেশ কয়েকটি একেবারে তাক লাগিয়ে দেওয়ার মত।
সেট পিসে দারুণ কার্যকর ডেরভিসেভিচ। দুর থেকে শট নিতে পারেন তিনি, পায়ে রয়েছে দারুণ মাপ, বাঁক খাওয়ানো শটও নিতে সিদ্ধহস্ত এই সেন্ট্রাল মিডফিল্ডার। এছাড়া এক অলিম্পিক গোলও রয়েছে, অর্থাৎ কর্নার স্পট থেকে সরাসরি গোল। সেই গোলের কোলাজ দেখে নিন আপনিও।
দেখুন ভিডিও -