না খেলানোয় ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবং সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই ম্যাচে জয় পায় ইউনাইটেড।
কিন্তু রোনাল্ডো না খেলায় খুশি হননি তার ভক্ত-সমর্থকরা। ইউনাইটেড সমর্থকরা প্রাথমিকভাবে কিছুটা হতাশ হলেও দলের জয়ে সেই হতাশা মিটে যায়। তবে বেঞ্চে বসে থাকায় একেবারে খুশি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই।
ম্যাচ চলাকালীন দেখা যায়, বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের উদ্দেশ্যে চলে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। দলের জয়ে কোনও অভিব্যক্তিই দেখাননি রোনাল্ডো, কেবল না খেলার হতাশায় ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন।
আর এর জেরে প্রশ্ন উঠেছে, তবে কি ম্যানচেস্টার ইউনাইটেডে আর মন নেই রোনাল্ডোর? চলতি মরশুমের শুরুতে দলবদলের উইন্ডোতে ইউনাইটেড ছাড়ার জোরাজুরি করেছিলেন রোনাল্ডো, কিন্তু শেষ অবধি কোনও দল না নেওয়ায় ইউনাইটেডেই থেকে যান রোনাল্ডো।
দেখুন ভিডিও -
ম্যাচের কথা বললে, ফ্রেড ও ব্রুনো ফার্নান্ডেজের গোলে জয় পায় রেড ডেভিলসরা। এই জয়ের জেরে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল ইউনাইটেড।