এক সাথে জোগা বোনিতোয় মাতলেন রোনাল্ডিনহো ও ভিনিসিয়াস! অতীত-ভবিষ্যতের ম্যাজিক দেখুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে ব্রাজিল তাদের জন্মলগ্ন থেকে একের পর এক যুগান্তকারী প্রতিভা প্রদান করেই থাকে। এবং সেই কারণে বিশ্বমঞ্চে ব্রাজিল আজও সকলের প্রিয় এবং অন্যতম সফল একটি দল। এবার সেই ফুটবল দেশের অতীত ও ভবিষ্যতের জাদুতে মেতে উঠল ফুটবল বিশ্ব।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক প্রদর্শনী খেলা আয়োজিত হয়, যেখানে দুই দলে ছিলেন ব্রাজিলের প্রখ্যাত তারকা রোনাল্ডিনহো ও রবার্তো কার্লোস। অতীত সময়ের একাধিক ফুটবলার, যেমন রেনে হিগুইতা, প্যাট্রিক ক্লুইভার্ট, রিভাল্ডো, সেরকমই বর্তমান সময়ের একাধিক তারকা, যেমন পল পগবা, ভিনিসিয়াস জুনিয়র, পাউলো ডিবালা প্রমুখরা খেলেছেন। এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ২২টি গোল দেয়।
তবে এই ম্যাচের সব থেকে উল্লেখযোগ্য মুহুর্ত হল ব্রাজিলের অতীত ও ভবিষ্যতের মধ্যেকার অসাধারণ যুগলবন্দি। রোনাল্ডিনহো ও ভিনিসিয়াসের মধ্যেকার খেলায় মন্ত্রমুগ্ধ হয়ে যায় ফুটবল জগত। এমনকি, রোনাল্ডিনহোর অ্যাসিস্টে গোল করার পর রোনাল্ডিনহোর জনপ্রিয় জোগা বোনিতো নাচে মাতেন ভিনিসিয়াস।