ভিডিও : গোলার মত দুরপাল্লার শটে ডেনমার্কের স্বপ্ন জিইয়ে রাখলেন আন্দ্রেস ক্রিশ্চেনসেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার গ্রুপ বি এর শেষ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে বড় ব্যবধানে জিততে হত ডেনমার্ককে। আর সেই মতই করেছে ড্যানিশরা। কোপেনহেগেনে নিজেদের সমর্থকদের সামনে রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় উঠল ডেনমার্ক।
তবে ম্যাচের আকর্ষণীয় মুহুর্ত নিঃসন্দেহে থাকবে তারকা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিশ্চেনসেনের অসাধারণ দুরপাল্লার শট। ৭৯ মিনিটে রাশিয়ার গোলকিপার সাফোনোভ দুটি দুরন্ত সেভ দেন, এরপর সেই বল বক্সের বাইরে পাঠানো হলে দুরপাল্লা থেকে গোলার মত শট মারেন ক্রিশ্চেনসেন। একেবারে সোজা এলেও কিছুই করতে পারেননি সাফোনোভ। আর সেই গোলে ৩-১ এ এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। পরে মাহেলের গোলে ব্যবধান আরও বাড়ায় ডেনমার্ক।
গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। আর এর জেরে গোল পার্থক্যে শেষ ষোলোয় পৌঁছে যায় ডেনমার্ক। ক্রিশ্চিয়ান এরিকসনের হৃদযন্ত্রে সমস্যা হওয়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলেও হেরে যায় ফিনল্যান্ড ও বেলজিয়ামের কাছে। আর তাই এই জয় যেন এরিকসনকেই উতসর্গ করলেন ড্যানিশ ফুটবলার-সমর্থকরা।
দেখুন ভিডিও -