টেকনিকাল ভুলে দ্বিতীয়বার অনুষ্ঠিত হল চ্যাম্পিয়নস লিগ ড্র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেকনিক্যাল ভুলের কারণে পুনরায় অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ড্র । ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পি এস জি ম্যাচ পড়েছিল প্রথম ড্র তে। পুনরায় ড্র তে কি হল জানুন।
দেখে নেওয়া যাক শেষ ষোলতে কে কার মুখোমুখি -
রিয়াল মাদ্রিদ ? পিএসজি
লিভারপুল ? ইন্টার মিলান
ম্যান সিটি ? স্পোর্টিং সিপি
আয়াক্স ? বেনফিকা
বায়ার্ন মিউনিখ ? সালজবার্গ
জুভেন্টাস ? ভিয়ারিয়াল
ম্যান ইউনাইটেড ? অ্যাটলেটিকো মাদ্রিদ
লিলে ? চেলসি
উল্লেখ্য, ম্যাচগুলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৫,১৬,২২,২৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৮,৯,১৫,১৬ মার্চ। তবে ম্যাচগুলোর সময় এখনো চূড়ান্ত হয়নি।