আগামী মরশুমের দল গোছাতে আসরে কলকাতার দুই প্রধান...

নিজস্ব প্রতিনিধি: এটিকে-মোহনবাগান আগামী মরশুমে আইএসএল খেললেও, ইস্টবেঙ্গল কিন্তু এখনও নিশ্চিত নয় কোন লিগে খেলবে? কিন্তু তা বলে বসে নেই কলকাতার দুই প্রধান। তারাও কিন্তু অর্থনৈতিক মন্দার বাজারেও দল গড়তে আসরে নেমে পড়েছে।
এটিকে-মোহনবাগান আগামী মরশুমের জন্য দলে নিয়েছে মনবীর সিং, শুভাশিস বোস, চার্চিলের গ্লেন মার্টিনসকে। কোচ হাবাস, মনবীর আর শুভাশিসের নাম অবশ্য নিজের মুখেই ঘোষণা করেছেন এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আর বেইতিয়া, গঞ্জালেস, শেখ সাহিল, শুভ ঘোষ, আশুতোষ মেহেতাদের ভবিষ্যৎ ফেলে দিয়েছেন বোর্ড মিটিংয়ের উপর। যদিও এখনও সই করা বাকি আছে আইএসএলে সাড়া জাগানো ফুটবলার রয় কৃষ্ণার। এক বছরের চুক্তিতে গতবছর এটিকেতে সই করেছিলেন তিনি। এছাড়াও শোনা গিয়েছিল এটিকে সই করতে পারেন বেঙ্গালুরুর এরিক পাত্রালু। যদিও চুক্তি বাড়িয়ে বেঙ্গালুরুতেই থেকে গিয়েছেন এরিক।
উল্টোদিকে বসে নেই ইস্টবেঙ্গলও। তারা ইতিমধ্যেই তুলে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইরানিয়ান লেফট উইঙ্গার উমিদ সিংকে। তারা চূড়ান্ত করেছে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে, রিয়াল কাশ্মীরের নবীন গুরুং ও পাঞ্জাব এফসির দিলীরাম সন্ন্যাসিকে। তারা প্রস্তাব দিয়েছে পাপা বাবাকার দিওয়ারা, আশুতোষ মেহেতা, দেবজিত মজুমদার, বলবন্ত সিং, জামসেদপুর এফসির বিকাশ জাইরু, রফিককে। এছাড়াও প্রস্তাব দিয়েছে এক বছরের চুক্তিতে থাকা এটিকের বেশ কিছু স্বদেশী ফুটবলারদেরও।