ডার্বি অতীত, ফেরান্ডোর ফোকাস এখন মুম্বই ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা সাত ডার্বি জয়, স্বাভাবিকভাবেই সপ্তম স্বর্গে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। এবং দায়িত্ব নেওয়ার পর তিনটি ডার্বিতে অপরাজিত থেকেছেন জুয়ান ফেরান্ডো। স্বাভাবিকভাবেই শনিবারের বড় ম্যাচ জয়ে আপ্লুত স্প্যানিশ কোচ।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরান্ডো জানিয়ে দিলেন, ডার্বি অতীত, এখন ফোকাস মুম্বই ম্যাচ। এই নিয়ে ফেরান্ডো বলেন, "আমরা পেশাদার। আমরা খুশি, তবে শুধু এই জয় নিয়ে বেশি ভাবলে চলবে না। আজকের দিনটা আমাদের সমর্থকদের জন্য ছিল, তবে আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। তিন সপ্তাহ আগে, আমরা সব থেকে খারাপ দল ছিলাম না, আর এখন, আমরা সব থেকে ভালো দল নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল শান্ত থাকা এবং এগিয়ে যাওয়া। রবিবার থেকে, আমরা মুম্বইয়ের জন্য প্রস্তুত হব।"
চলতি আইএসএলে প্রথম ক্লিন শিট রাখা নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমার প্রয়োজন ছিল তিন পয়েন্ট। ক্লিন শিট গুরুত্বহীন, তিন পয়েন্টই আসল। এই মরশুমে গুরুত্বপূর্ণ হল কত পয়েন্ট পেলেন সেটি, কটা ক্লিন শিট হল সেটা গুরুত্বপূর্ণ নয়। ক্লিন শিট ব্যক্তিগত পুরস্কার, আমার আর আমার দলের কাছে, সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়া।"
তবে এই ম্যাচের পর কোন জায়গায় উন্নতি করতে চাইবেন স্প্যানিশ হেডস্যার? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "আজকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ফাঁকা জায়গা খোঁজা। শেষের দিকে, দল ফাঁকা জায়গা পেয়েছিল দুই উইংব্যাকে। অবশ্যই, আমাদের ট্রানজিশনে আরও উন্নতি করতে হবে, কারণ মাঠের ক্ষেত্রটা অনেকটা বড় এবং গুরুত্বপূর্ণ হল দলের মানসিকতা বদলানোর, আর সেটি পরের ম্যাচেই কার্যকরী করতে হবে।"