যারা রোনাল্ডোকে মেসির থেকে সেরা ভাবেন, তারা ফুটবলই বোঝেন না! দাবি মার্কো ভ্যান বাস্তেনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি - ফুটবল জগতে কে সেরা? এই নিয়ে বিতর্ক চলতেই থাকে। এবার এই নিয়ে নিজের মতামত পেশ করলেন নেদারল্যান্ডের প্রখ্যাত ফরোয়ার্ড মার্কো ভ্যান বাস্তেন।
তিনি মনে করেন, রোনাল্ডো ও মেসি দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। তবে যারা রোনাল্ডোকে মেসির থেকে ভালো মনে করেন, তাদের ফুটবল জ্ঞান সম্বন্ধে প্রশ্ন তুলেছেন তিনবারের ব্যালন ডি অর জয়ী ফরোয়ার্ড।
এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী ভ্যান বাস্তেন এই নিয়ে বলেছেন, "ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু যারা বলেন যে তিনি মেসির থেকে ভালো, তারা ফুটবলের কিছুই জানেন না, অথবা তারা খারাপ আশা নিয়ে বলছেন।"
এরপর ভ্যান বাস্তেন বলেন, "মেসির মত একজনই হয়। তাকে নকল করা এবং তার মত খেলা অসম্ভব। ওনার মত খেলোয়াড় ৫০ থেকে ১০০ বছরে একবার আসে। একজন শিশু হিসেবে, উনি ফুটবলের সেরা জায়গায় এসে পৌঁছেছেন।"
এদিকে নিজের সর্বকালের সেরা তিন খেলোয়াড় হিসেবে মেসি বা রোনাল্ডো কাউকেই বাছেননি ভ্যান বাস্তেন। এছাড়াও মারাদোনাকে মেসির থেকে সেরা মনে করেছেন বাস্তেন।
এই নিয়ে ভ্যান বাস্তেন বলেছেন, "পেলে, মারাদোনা ও জোহান ক্রুইফ আমার তিন সর্বকালের সেরা খেলোয়াড়। একজন তরুণ হিসেবে আমি ক্রুইফের মত হতে চেয়েছিলাম। উনি আমার বন্ধু ছিলাম, আমি ওনাকে মিস করি। পেলে ও মারাদোনাও অসাধারণ। মেসিও একজন দুর্দান্ত খেলোয়াড়, তবে মারাদোনার দলে অনেক বড় ব্যক্তিত্ব ছিল। মেসি এমন একজন নন যিনি নিজেকে যুদ্ধের সময়ে এগিয়ে দেবেন। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মিশেল প্লাতিনি ও জিনেদিন জিদানকে ভুলিনি।"