এটিকে মোহনবাগানের পরিবর্তে এএফসি কাপের সেমিতে জায়গা করে নিতে পারে এই দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৬ আগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেছে ফিফা। আর এর জেরে ভারতীয় ফুটবলে যেমন সংকট নেমে এসেছে, তেমনই চিন্তা বেড়েছে এটিকে মোহনবাগানের। এই সাসপেনশনের ফলে আপাতত কোনও ভারতীয় ক্লাব আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে তো পারবেই না, বরং আন্তর্জাতিক কোনও বৈঠক বা কর্মকান্ডে জুড়তে পারবে না।
এই পরিস্থিতিতে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু এই সাসপেশনের জেরে সেই ম্যাচ খেলা অনিশ্চিত হয়ে গেল সবুজ-মেরুণ ব্রিগেডের জন্য। এবার যা সম্ভাবনা, এটিকে মোহনবাগানের পরিবর্তে এই দল খেলতে পারে ইন্টার জোনাল সেমি ফাইনাল।
এশিয়ান ফুটবল কনফফেডারেশনের কাছে ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলার আবেদন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি কাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল বসুন্ধরা। এর ফলে এটিকে মোহনবাগানের পরিবর্ত হিসেবে নিজেদের নাম প্রস্তাব দিয়েছে বসুন্ধরা।
এএফসি কাপ ২০২২ এর সংবিধানের ৫.২ ধারা অনুযায়ী, যদি কোনও অংশগ্রহণকারী দল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় বা বাদ পড়ে, এএফসি কম্পিটিশনস কমিটি দায়ী থাকবে সেই দলকে পরিবর্তিত করার সিদ্ধান্তের জন্য। এদিকে সংবিধানের ৫.২.১ ধারা অনুযায়ী, এআইএফএফকে ফিফার দেওয়া সাসপেনশনের কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল এটিকে মোহনবাগানকে বাদ দেওয়া হয়েছে। তাই বসুন্ধরা কিংস, যারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল গ্রুপ পর্বে, তারা আগামী সেপ্টেম্বর মাসে ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলতে পারে।
এই নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান মিডিয়াকে বলেছেন, "আমরা এএফসির উত্তরের অপেক্ষায় রয়েছি। আমরা মঙ্গলবার ওনাদের চিঠি পাঠিয়েছি এবং কারণগুলি উল্লেখ করেছি কোন নিয়মের ভিত্তিতে আমরা যোগ্যতা অর্জন করি। দেখা যাক ওনারা কি করেন।"
নিঃসন্দেহে এটি খুবই খারাপ খবর হবে এটিকে মোহনবাগানের জন্য। এএফসি কাপ প্রাক পর্ব ও মূল পর্বে দাপুটে ফুটবল খেলেছিল জুয়ান ফেরান্ডোর সবুজ-মেরুণ ব্রিগেড। এবং ইন্টার জোনাল সেমি ফাইনালের যেরকম ড্র ছিল, তাতে জোনাল ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট ছিল এটিকে মোহনবাগান। কিন্তু ফিফার এই সাসপেনশন এটিকে মোহনবাগানকে বড় কৃতিত্ব গড়া থেকে আটকে দিতে চলেছে।