হাবাসের বদলি হিসেবে চারটি নাম বিবেচনা করছে এটিকে মোহনবাগান, এগিয়ে এই কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান আন্তোনিও লোপেজ হাবাস। আর এই খবরে অবাক হয়ে যায় গোটা ভারতীয় ফুটবল মহল। আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাবাসের সহকারী ম্যানুয়েল ক্যাসালেনাকে।
তবে খুব শীঘ্রই নয়া হেড কোচ ঘোষণা করতে পারে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে, চারজন নামী কোচকে নির্বাচিত করেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে এই কোচেদের ও তাদের এজেন্টদের সাথে কথা বলেছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট।
আর এই চার জনের মধ্যে এগিয়ে আছেন এফসি গোয়ার বর্তমান হেড কোচ জুয়ান ফেরান্ডো। সূত্রের খবর, ফেরান্ডোকে আনতে মুখিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। চলতি আইএসএলে খারাপ শুরু করে এফসি গোয়া, যদিও এই মুহুর্তে জয়ের রাস্তায় ফিরেছে গোয়া, তবে ফেরান্ডোর পারফর্মেন্সে খুশি নয় গোয়া ম্যানেজমেন্ট। এবং এর জেরে পুরো ক্ষতিপূরণ দিয়ে ফেরান্ডোকে আনতে চাইছে এটিকে মোহনবাগান।
ফেরান্ডো ছাড়াও এটিকে মোহনবাগানের নজরে রয়েছেন হায়দ্রাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ আলবার্তো রোকা, যিনি সদ্য এফসি বার্সিলোনার ফিটনেস কোচ পদ থেকে অপসারিত হয়েছেন। আপাতত ফেরান্ডো বা রোকার মধ্যে একজনকে নির্বাচিত করতে পারে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।