১০০ শতাংশ ফিট নন! রাশিয়ার বিরুদ্ধে ইউরোর প্রথম ম্যাচে অনিশ্চিত বেলজিয়ামের এই সুপারস্টার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার নিজেদের ইউরো ২০২০ অভিযান শুরু করবে টুর্নামেন্টের কালো ঘোড়া বেলজিয়াম। কিন্তু তার আগে জোর ধাক্কা পেল বেলজিয়াম। দলের অধিনায়ক ইডেন হ্যাজার্ড স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি এখনও অবধি একশো শতাংশ ফিট নন। আর এর জেরে বেশ অস্বস্তিতে পড়ল বেলজিয়াম ম্যানেজমেন্ট।
বেলজিয়াম এক চ্যানেলে সাক্ষাৎকারে ইডেন হ্যাজার্ড বলেছেন, "আমার কেবল একটি পুরো সপ্তাহ অনুশীলন হয়েছে। মেডিকাল টিমের সাথে কাজ করছি এবং দেখছি প্রথম ম্যাচে আমি কি করতে পারি। বলতে গেলে, পুরো সিদ্ধান্ত হেড কোচের উপর নির্ভর হবে। কিন্তু আমি ১০০ শতাংশ ফিট নই, তাই আমরা দেখছি আমরা কি করতে পারি।"
গত দুই মরশুম ধরে চোট আঘাত ও ফিটনেসের অভাবে ভুগছিলেন হ্যাজার্ড। বেলজিয়ামের হয়ে সদ্য ক্রোয়েশিয়া ম্যাচে পরিবর্ত হিসেবে মাত্র আট মিনিট খেলেছিলেন হ্যাজার্ড। ফলে ফিটনেস নিয়ে সমস্যা রয়েইছে।