নিজেদের নয়, আর্জেন্টিনাকে বিশ্বকাপে ফেভারিট ধরছেন জার্মান তারকা টিমো ওয়ের্নের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক মাস বাদে আয়োজিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই ৩২টি দেশ নির্ধারিত হয়েছে এই টুর্নামেন্টের জন্য, এবং ফুটবল মহল ইতিমধ্যেই ফেভারিট বাছার কাজ শুরু করে দিয়েছে।
তবে আসন্ন বিশ্বকাপে নিজেদের ফেভারিট ধরছেন না জার্মানির তারকা ফরোয়ার্ড টিমো ওয়ের্নের। বরং তিনি ফেভারিট হিসেবে ধরছেন কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে।
উয়েফা নেশনস লিগেইতালির বিরুদ্ধে জার্মানির ম্যাচের পর সাংবাদিকদের টিমো ওয়ের্নের নিজের ফেভারিট হিসেবে বলেছেন, "আর্জেন্টিনা অসাধারণ খেলছে। আমরা ইতালির বিরুদ্ধে দেখেছি, ওরা সেই ফাইনালে ওদের বিরুদ্ধে তিনটি গোল করেছে। আমার মনে হয় ওরা এবারের বিশ্বকাপের ফেভারিট।"
বেশ কিছু সময় ধরে অপরাজেয় তকমা ধরে রেখেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এবং লিওনেল মেসির নেতৃত্বে এক প্রত্যয়ী আর্জেন্টিনা মুখিয়ে থাকবে বিশ্বকাপ জেতার জন্য।
তবে জার্মানিকেও হেলাফেলা করা যাবে না। যদিও ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল তারা, তবে এবার হান্সি ফ্লিকের কোচিংয়ে তারুণ্যের ভান্ডার নিয়ে এসেছে জার্মানরা। যার একটি বড় অংশ এই টিমো ওয়ের্নের।