ভবিষ্যতের লিওনেল মেসি খ্যাত এই তারকা আজ ক্লাবহীন! খেলেছেন দ্বিতীয় ডিভিশনেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সালটা ২০১২, মাত্র ১৬ বছর ও ১০১ দিন বয়সে ক্রোয়েশিয়ার ডিনামো জাগ্রেবের হয়ে অভিষেক করেন এক ফুটবলার, এবং সেই দিন থেকেই সকলের নজর কেড়েছেন তিনি। নিজের ১৭তম জন্মদিনের আগেই পেয়ে যান ক্রোয়েশিয়া জাতীয় দলে সুযোগ। আর ২০১৪ সালে দারুণ লড়াই করার পর এফসি বার্সিলোনা সই করে নিয়েছিল এই তরুণ তারকাকে।
কে এই তারকা? এনার নাম অ্যালেন হ্যালিলোভিচ। বার্সিলোনার সমর্থকরা তো বটেই, বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীরা এনার নাম শুনেছেন। এবং তার উত্থান ও খেলার স্টাইলে বিশেষজ্ঞরা তাকে আগামী দিনের লিওনেল মেসির আখ্যানও দিয়েছিল। কিন্তু আজ এই হ্যালিলোভিচ খুঁজছেন ক্লাব!
সই করার ছয় মাসের মধ্যেই কোপা ডেল রে-তে অভিষেক করেন হ্যালিলোভিচ। কিন্তু তার পরিবার হ্যালিলোভিচের উন্নতির জন্য এক ব্যক্তিগত কোচ নিযুক্ত করে, যা পছন্দ হয়নি বার্সিলোনার। এরপর লোনে স্পোর্টিং গিজনে পাঠানো হলে হ্যালিলোভিচের বাবা তা পছন্দ করেননি। যার ফলে হ্যালিলোভিচ সই করেন জার্মান ক্লাব হ্যামবুর্গে।
এরপর ২০১৮ সালে আবারও শীর্ষে ওঠার সুযোগ এসেছিল হ্যালিলোভিচের কাছে। ২০১৮ সালে তিনি সই করেন এসি মিলানে। তবে সেখানে খারাপ পারফর্মেন্সের জেরে মিলান তাকে লোনে পাঠায় স্ট্যান্ডার্ড লিয়েগে ও হিরেনভিনে। এবং ২০২০ সালে মিলানের সাথে চুক্তি শেষ হয় হ্যালিলোভিচের।
এবং তারপর একেবারে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন, অর্থাৎ চ্যাম্পিয়নশিপে খেলতে হয়েছে হ্যালিলোভিচকে। প্রথমে বার্মিংহ্যাম, এবং তারপর রেডিংয়ে সই করেন তিনি। কিন্তু রেডিংয়ে কোচ পল ইনসের সাথে ঝামেলার জেরে ক্লাব ছাড়তে হয়েছে হ্যালিলোভিচকে। ফলে ২৬ বছরের এই ক্রোয়েশিয়ান তারকা আজ ক্লাবহীন।