দুই বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরছে ঐতিহ্যশালী সুব্রত কাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই বছর করোনা অতিমারির জেরে বন্ধ থাকলেও, এই বছর থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী সুব্রত কাপ। ভারতীয় বায়ুসেনা এবং সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটির যৌথ আয়োজনে এই স্কুল টুর্নামেন্টটি নয়াদিল্লিতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং ফাইনাল আয়োজিত হবে আগামী ১৩ অক্টোবর।
এই টুর্নামেন্টের ৬১তম সংস্করণের উদ্বোধন নিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার তথা সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটির সাধারণ সচিব যশবন্ত সিং বলেছেন, "বড় আনন্দের সাথে আমরা সুব্রত কাপের পুনরুত্থানের খবর জানালাম। এই সুব্রত কাপ দেশের গ্রাসরুট পর্যায়ের ফুটবলকে তুলে ধরার একটি বড় মঞ্চ। অতিমারির জেরে, আমরা গত দুই বছরে টুর্নামেন্টটি আয়োজন করতে পারিনি। কিন্তু সেসব পিছনে ফেলে আমরা মুখিয়ে রয়েছে সেপ্টেম্বরে একটি অসাধারণ ফুটবল মরশুমের জন্য। যেখানে ভারতের ভবিষ্যতের তারকারা থাকবে।"
এই টুর্নামেন্টটি মোট তিনটি বিভাগে আয়োজিত হবে। সাব জুনিয়র বয়েজ (অনুর্ধ্ব ১৪), যা ৬-১৫ সেপ্টেম্বর অবধি আয়োজিত হবে। এরপর হবে জুনিয়র গার্লস (অনুর্ধ্ব ১৭), যা ১৯-২৮ সেপ্টেম্বর চলবে। আর শেষে জুনিয়র বয়েজ (অনুর্ধ্ব ১৭) পর্ব হবে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর অবধি।
এবারের সুব্রত কাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল সরাসরি ডিডি স্পোর্টসে দেখানো হবে। এছাড়া ৬১তম সুব্রত কাপের পুরস্কার মূল্য বিপুল। তিন বিভাগের বিজয়ী ও রানার্স আপ দলগুলির জন্য মোট ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া সেমি ফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্টদের আর্থিকভাবে পুরষ্কৃত করার পাশাপাশি ফেয়ার প্লে, সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার ও সেরা কোচের পুরষ্কার দেওয়া হবে।
এদিকে এবারের সুব্রত কাপের সেরা ২৫ জন ফুটবলারকে বেছে নেবে একটি নির্বাচন কমিটি। আর সেই খেলোয়াড়দের এককালীন আর্থিক স্কলারশিপ দেওয়া হবে। জুনিয়র বয়েজ ও গার্লস বিভাগে ২৫ হাজার টাকা এবং সাব জুনিয়র বিভাগে ১৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে।