সুপ্রীম কোর্ট ভেঙে দিল এআইএফএফ থেকে সিওএর হস্তক্ষেপ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপর গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রশাসনিক কমিটি গঠন করা হয়েছিল। এরপরেই ফিফা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে নিষিদ্ধ করে ভারতীয় ফুটবলকে। মাঝখানে প্রবেশ ঘটে সুপ্রীম কোর্টের।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ বন্ধ করার জন্যে সুপ্রিম কোর্ট নিজেরই তৈরি করা কমিটি ভেঙে দিল। সি ও এর মুক্তি ঘটল ভারতীয় ফুটবল থেকে। বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “এআইএফএফ-এর ম্যানেজমেন্ট দেখভাল করবে ফেডারেশনের কর্ম কাণ্ড। যাঁর দায়িত্ব থাকবেন ফেডারেশনের সাধারণ সচিব। সিওএ আপাতত বন্ধ করে দেওয়া হল।”
ফেডারেশনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হল। অগাস্টের ২৮ তারিখে ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৩৬ টি রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিরা ভোট দেবেন। সহজ হবেনা কম সময়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা।
ফিফার নির্বাসনে আপাতত সমস্যায় পড়েছে জাতীয় দল এবং ক্লাব ফুটবল। এটিকে মোহনবাগান খেলবে এএফসি জোনাল। আপাতত সাসপেনশন ফিফা তুললে সবুজ মেরুনের খেলতে সমস্যা হবেনা।