ফিফার নিষেধাজ্ঞার হুমকিকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো, সতীর্থদের উপদেশ সুনীল ছেত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক দিন আগে ভারতীয় ফুটবলের ভবিষ্যতকে ঘিরে গভীর অশনি সংকেত হাজির হয়েছিল। তৃতীয় পক্ষের প্রভাবের ফলে ফিফার তরফ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করার এবং ভারত থেকে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কিন্তু এই জটিলতাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, সতীর্থ ফুটবলারদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি দ্বারা আয়োজিত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন সুনীল। এই নিয়ে সুনীল বলেছেন, "আমি ছেলেদের সাথে কথা বলেছি এবং আমার পরামর্শ হল এতে খুব বেশি গুরুত্ব দিতে না কারণ এটি তোমাদের হাতের বাইরে।"
এছাড়া সুনীল আশাবাদী, এই সমস্যার সমাধান ঘটবেই। এই নিয়ে সুনীলের বার্তা, "যারা এতে যুক্ত রয়েছেন তারা নিজেদের সেরাটা দিচ্ছেন যাতে আমরা সেরা ফলাফল নিয়ে আসতে পারি। প্রত্যেকে কঠিন পরিশ্রম করছে এটির পিছনে। খেলোয়াড়দের কথা বললে, আমরা চেষ্টা করব যাতে নিজেদের কাজটা সঠিক ভাবে করতে পারি। আমাদের নিজেদের খেলোয়াড় হিসেবে আরও উন্নত করতে হবে। যখনই আপনি ক্লাব বা দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, নিজের সেরাটা দেবেন।"
শেষে সুনীল বলেছেন, "সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিটা বিভাগে যথাসাধ্য চেষ্টা করছে যাতে তারা বিজয়ী হিসেবে উঠে আসে।"