ডার্বি জিতে সকল মেরিনার্সদের উপহার দিতে চায় শুভাশিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ডার্বির জন্য কঠোর পরিশ্রম করছে এটিকে মোহন বাগান দল। দলের রক্ষণ ভাগের অন্যতম ভরসা শুভাশিস বোস আসন্ন ডার্বি নিয়ে কথা বলেন এটিকে মোহনবাগান মিডিয়া দলের সামনে।
কেরলের মাঠে বড় জয়ে উচ্ছ্বাসিত শুভাশিস বলেন, "কেরলের মাঠে তাদের সমর্থকদের বিরুদ্ধে ম্যাচ জিতে আমাদের দলের মনোবল অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ম্যাচ জিতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমের আবহাওয়া বদলে গেছে যা ডার্বির আগে আমাদের জন্য ইতিবাচক দিক। শেষ দুই বছর আমরা ডার্বি জিতে এসেছি এবং আমরা চেষ্টা করবো এই ম্যাচেও জেতার।"
ডার্বি নিয়ে আবেগপ্রবণ বাঙালি শুভাশিস বলেছেন, "বাঙালি হয়ে আমার কাছে ডার্বি সবসময় স্পেশাল। আমি ছোট দিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান দলে খেলার স্বপ্ন দেখে বড় হয়েছি। এখন আমি মোহনবাগানে খেলছি তাই ডার্বি আমার কাছে সবসময় স্পেশাল। ডার্বি জিতে সকল মেরিনার্সদের উপহার দিতে চাই।"
প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নিয়ে শুভাশিস বোস জানিয়েছেন, "আইএসএলের এখন সব দলই ভালো, ইস্টবেঙ্গল আগের ম্যাচ জিতেছে, ভালো খেলছে। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং ডার্বিতে আমাদের ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা একে অপরকে সাহায্য করব। আমি আশা করব আমরা ভাল ফলাফল করব।"
ডিফেন্ডার হয়ে সবসময় ক্লিনশিট রাখতে চান শুভাশিস। তিনি চান শুধু ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে। সমর্থকদের উদ্দেশ্যে শুভাশিস বলেছেন, "আপনারা আমাদের সমর্থন করুন। আমরা ট্রফি জিতে আপনাদের সাথে উদযাপন করবো।"