নাসাফের বিরুদ্ধে জিতলে আমাদের কেউ আটকাতে পারবে না! হুঙ্কার ছাড়লেন শুভাশিস বোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুবাইয়ের কঠিন প্রস্তুতির পর অবশেষে উজবেকিস্তানে পাড়ি দিয়েছে এটিকে মোহনবাগান দল। আগামী ২২ সেপ্টেম্বর উজবেক দল এফসি নাসাফের বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান, আর তার আগে চুড়ান্ত প্রস্তুতি সারতে চাইছে সবুজ-মেরুণ ব্রিগেড।
যদিও উজবেকিস্তানে দুই দিনের প্রস্তুতির পর প্রথম একাদশ বাছবেন কোচ আন্তোনিও হাবাস, তবে আশা করা হচ্ছে, দলে জায়গা করে নেবেন তারকা উইংব্যাক শুভাশিস বোস। জাতীয় দলের নিয়মিত সদস্য শুভাশিস এবার এশীয় স্তরে এটিকে মোহনবাগানকে সাফল্য দিতে মরিয়া। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বার্তা দিলেন বঙ্গতনয়।
দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে ছাড়া এফসি নাসাফের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। তবে এ নিয়ে খুব চিন্তা করছেন না শুভাশিস। তিনি বলেছেন, "আমাদের রক্ষণ মালদ্বীপের তিনটি ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। কার্ল খুব অল্প সময়ের মধ্যে মানিয়ে নিয়েছে।"
"আইএসএলে শেষবার, আমরা তিন ডিফেন্সে খেলেছিলাম, কখনও চার ডিফেন্সে। ফলে এটি কোনও সমস্যা নয়। আমাদের কোচ ইতিমধ্যেই আমাদের প্রশিক্ষণ দিয়েছেন নাসাফের বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। ডিফেন্সকে সাজাতে পারলেই আমরা জয়ের জন্য ঝাঁপাব।"
নাসাফের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হবে উইং থেকে খেলা তৈরি করা। এই নিয়ে শুভাশিসের বার্তা, "গত ছয় দিন ধরে, আমরা উইংপ্লের নানা বৈচিত্র্য অনুশীলন করেছি। কোচ আমাদের বুঝিয়েছেন কোথায় নাসাফের শক্তি ও দূর্বলতা। কোচই সিদ্ধান্ত নেবেন আমরা কতদূর যাব এবং কিভাবে ওদের আটকাব। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না।"
এএফসি কাপে এর আগেও খেলেছেন শুভাশিস, কিন্তু এত দূর কখনও আসেননি। ফলে এবার নিজের স্বপ্নপূরণ করতে চান শুভাশিস। তিনি বলেছেন, "আমার স্বপ্ন হল এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার। আমরা প্রত্যেকে বদ্ধপরিকর এই স্বপ্ন পূরণ করার। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। কাউকো, সুসাইরাজ ও প্রবীরের আগমণে, আমাদের শক্তি আরও বেড়েছে। যদি আমরা নাসাফ ম্যাচ জিততে পারি, আমাদের আটকানো মুশকিল হয়ে যাবে।"
দলের শক্তি ও দূর্বলতা নিয়ে শেষে শুভাশিস বলেন, "আমাদের শক্তি হল দলের সামঞ্জস্য। আমাদের দল আগের বারের মতই শক্তিশালী। হাবাসের মত এমন সফল কোচ রয়েছেন। রয় কৃষ্ণা, ডেভিড, মনবীরের মত লোক রয়েছে গোল করার জন্য। মিডফিল্ড ও ডিফেন্সে জাতীয় দলের সেরা ফুটবলাররা রয়েছে। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী।"
"আর দূর্বলতা? আমি কেন বলব এই নিয়ে? প্রতিপক্ষকে খুঁজে বের করতে হবে যেমন ভাবে আমরা তাদের দূর্বলতা খোঁজার চেষ্টা করছি।"