ডার্বিতে ক্লেইটনের কাছে হ্যাটট্রিকের আবদার স্টিফেন কনস্ট্যানটাইনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বির আগে আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রস্তুতি এবং ডার্বি ম্যাচ নিয়ে তাঁর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কথা বলেন।
শুরুতেই কলকাতা ডার্বি নিয়ে স্টিফেন জানিয়েছেন, "আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ন তবে কলকাতা ডার্বি অবশ্যই স্পেশাল ম্যাচ। এটি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। ম্যাচতি যথেষ্ট কঠিন হবে। তবে আমরা ম্যাচটি জেতার চেষ্টা করব। আমরা গত এক সপ্তাহ খুব ভাল অনুশীলন করেছি, আশা করি এই পরিশ্রমের ফল পাবো। আমরা এখানে জিততে এসেছি।"
নিজের দল নিয়ে স্টিফেন বলেন, "প্রথম খেলার আগে আমি মাত্র এক সপ্তাহ পেয়েছিলাম। অনেক খেলোয়াড় দেরিতে এসে পৌছেছিলেন। এখন আমরা আমাদের দল গুছিয়ে নেওয়ার বেশ কিছুটা সময় পেয়েছি।"
প্রতিপক্ষ এটিকে মোহনবাগান দল নিয়ে কনস্ট্যানটাইন বলেন, "এটিকে মোহনবাগানের দল খুব ভাল, তাদের দলে বেশ কিছু ভাল খেলোয়াড় রয়েছে। তবে ম্যাচটি ৫০-৫০ হবে। আগের ডার্বিতে আমরা আত্মঘাতী গোলে হেরেছিলাম, এবার আমরা আমাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব।" এর সাথে তিনি যোগ করেন, "ডুরান্ড কাপের সময়ের থেকে এখনকার আমাদের দল অনেক শক্তিশালী। আমরা এটিকে মোহনাবাগান কে সম্মান করি তবে আমরা তাদের ভয় পাইনা। আমরা এই লিগের কাউকেই ভয় পাইনা।"
ডার্বিতে খেলার ইচ্ছে প্রকাশ করে স্টিফেন বলেন, "আমার মতে বিশ্বের অন্যতম বড় ডার্বি কলকাতা ডার্বি, আমার ইচ্ছে করে এই ডার্বিতে খেলার, তবে আমি কোচিং করাচ্ছি।"
সম্প্রতি ডুরান্ড কাপে আশাহত ফলাফলের সম্পর্কে স্টিফেন জানান, "ডুরান্ড কাপকে আমরা প্রস্তুতি ম্যাচ হিসাবে নিয়েছিলাম। ডুরান্ড কাপের ৪টি ম্যাচ আমাদের কাছে প্রস্তুতি ম্যাচই ছিল, তবে আইএসএল আমরা সব ম্যাচ গুরুত্বের সাথে নিচ্ছি।"
চিরপ্রতিদ্বন্দ্বী মেরিনার্সদের সমীহ করে তিনি সাংবাদিকদের বলেন, "আমি মনে করিনা আমরা গত ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছি বলে। আমার মনে হয় আমরা ঠিকঠাক ফুটবল খেলেছি। আগামীকাল আমাদের ৯০ মিনিট ধরেই ভালো ফুটবল খেলতে হবে , ৬০-৭০ মিনিট ভাল খেললে হবেনা। ম্যাচটি ডার্বি বলে নয়, প্রতিপক্ষ এটিকে মোহন বাগান এবং তাঁরা যথেষ্ট শক্তিশালী দল। আমরা ভাল না খেললে তাঁরা আমাদের শাস্তি দেবে।"
লাল হলুদ দলের তুরুপের তাস ক্লেইটন সম্পর্কে আশাবাদী স্টিফেন। তিনি বলেন, "ক্লেইটন ইস্টবেঙ্গল দলের সম্পদ। মাঠে এবং মাঠের বাইরে সে একজন দক্ষ নেতা। আমি আশা করবো ক্লেইটন শনিবার হ্যাটট্রিক করবে।"