তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার আশ্বাস স্টিফেন কনস্ট্যানটাইনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আজ বাদে কাল বাঙালি ফুটবলের মহারণ। শতাব্দী প্রাচীন দুই ক্লাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান দুই দলই আইএসএলের শেষ অ্যাওয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। ডার্বির আগে দলের প্রস্তুতি নিয়ে ইস্টবেঙ্গল মিডিয়া দলকে বিস্তারিত জানালেন লাল হলুদ হেড স্যার স্টিফেন কনস্ট্যানটাইন।
আগামী ২৯শে অক্টোবর, শনিবার এই মরশুমের চতুর্থ হিরো আইএসএল ম্যাচ খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। গত ম্যাচে জয় নিয়ে কনস্ট্যানটাইন জানিয়েছেন, "নর্থইস্ট ম্যাচের আগে আমরা এক সপ্তাহ ধরে বেশ কঠোর অনুশীলন করেছিলাম। খেলোয়াড়দের সাথে প্রশিক্ষকরাও প্রচুর পরিশ্রম করছেন। একটি ফুটবল দলে ম্যাচ ও অনুশীলন ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। মরশুমের প্রথম জয় পেয়ে আমি বেশ খুশি। আশা করি আগামী কয়েক সপ্তাহে আমরা আরও উন্নতি করব।"
আসন্ন বড় ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লাল হলুদ কোচ। তিনি বলেছেন, "আমার কাছে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। তবে এটা বলাই বাহুল্য যে, বড় ম্যাচের আলাদা মাহাত্ম্য আছে। আমরা একটা জয় ও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামব। চলতি মরশুমে এটা আমাদের চতুর্থ ম্যাচ হতে চলেছে। ক্রমশঃ আমরা উন্নতি করছি, এবং খেলোয়াড়রা নিজেদের ও একে ওপরের ভূমিকা সম্পর্কে এখন আগের চেয়ে বেশি ওয়াকিবহাল। আমরা ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি শনিবার আমরা ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ব।"
ইস্টবেঙ্গল দলের অনেক ফুটবলারই এর আগে ডার্বি ম্যাচ খেলেননি। এই বিষয় কনস্ট্যানটাইন জানিয়েছেন, "এই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওদের ডার্বি খেলার অভিজ্ঞতা না থাকলে ওরা ২৯ তারিখ সেই অভিজ্ঞতা অর্জন করবে। বড় ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক আসবে কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে এই ম্যাচ নিয়ে কতখানি উদ্দীপনা থাকে। আবার বলি, কিছু খেলোয়াড়ের ডার্বি না খেলার বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে। যাদের সুযোগ প্রাপ্য তারা ঠিক সেদিন সুযোগ পাবে। আশা করি ওরা ওদের সেরাটা দেবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।"