কলকাতা লিগের নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন সৃঞ্জয় বসু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডে এমনিতেই অংশগ্রহণ করেনি এটিকে মোহনবাগান দল। ফলস্বরূপ সুপার ৬ রাউন্ডে বিজয়ী হওয়ার জন্য বাংলার ফুটবল ক্লাব গুলি খেলার সুযোগ পাচ্ছে মাত্র ৪টি করে ম্যাচ। কলকাতা লিগের মতন এমন ঐতিহ্যশালী টুর্নামেন্টর প্রধান রাউন্ড এভাবে আয়োজিত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভবানীপুর ক্লাবের সম্পাদক সৃঞ্জয় বসু।
এক্সট্রা টাইম বাংলার ফেসবুক পেজে ভবানীপুর সংক্রান্ত একটি সংবাদের পোস্টে তিনি কমেন্ট করেন, "এই কলকাতা লিগ তো স্পেশাল, যেখানে ৪টি ম্যাচ খেলিয়ে একটি দলকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছে।"
প্রসঙ্গত তিনি এখানে কলকাতার অন্যতম বড় ফুটবল দল মহামেডানের কথা বলেছেন। তাঁর এই কমেন্টের রিপ্লাইতে একজন মহামেডান সমর্থক জিজ্ঞাসা করেন যে, যদি ভবানীপুর দল জয়ী হত, তাহলে কি সৃঞ্জয় বসু একই কথা বলতেন?
এর উত্তরে সৃঞ্জয় বসু বলেন, "ভবানীপুর জিতলে বলব কেন? আমরা তিন মাস ধরে খেলছি।"
এরপরেই এক্সট্রা টাইম বাংলার তরফে ভবানীপুর সম্পাদককে যোগাযোগ করলে তিনি জানান," আমরা এতদিন ধরে ঘাম ঝড়ালাম, সেই জুন মাস থেকে বসে আছি খেলার জন্য, কিন্তু লিগ পিছিয়ে গেল। সেখানে মহামেডান দলকে সুপার ৬ তে সুযোগ দিয়ে চারটি ম্যাচ খেলিয়ে চ্যাম্পিয়ন করা হল। এটি ঠিক নয়। লিগে যে দল ধারাবাহিকতা বজায় রেখে খেলে জেতে তারাই আসল বিজেতা হয়। তিন সপ্তাহের মধ্যে চারটি খেলা রেখে তাকে জয়ী করা হলে তাঁর তো কোনো ধারাবাহিকতা নেই।"
এর সাথে সৃঞ্জয় বসু যোগ করেন, "অনেকেই বলতে পারেন আমি এখন ছোট দল চালাচ্ছি বলে এমন কথা বলছি। তবে আমার কথা হল লিগটা আগামী দিনে আইএফএ যেনো সঠিক পরিকল্পনার সাথে করে। এখন ডুরান্ড কাপ, আইএসএল কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আইএফএর উচিত কলকাতা লিগকেও গুরুত্ব দেওয়া। সঠিক সময়সূচি বানিয়ে আগামিদিনের লিগ করা হোক।"
অন্যদিকে মহামেডান দলের অন্যতম শীর্ষ কর্মকর্তা মোহম্মদ কামারুদ্দিনকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সৃঞ্জয় বসু আইএফএর শেষ মিটিংয়ে গিয়েছিলেন। তাঁর যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তাঁর আগেই বয়কট করা উচিত ছিল। উনি তখন কেনো মেনে নিয়েছিল তা শুধুমাত্র তিনিই বলতে পারবেন। এভাবে কমেন্ট করা ফেডারেশনকে অপমান করা হচ্ছে।"