কলকাতা লিগে ফের বিতর্ক, রেফারির সিদ্ধান্তে মাঠ ছাড়ল সাদার্ন সমিতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগ জুড়ে একাধিক বিতর্ক উঠে এসেছে। এবার শনিবার বড়সড় বিতর্ক উঠে এল প্রিমিয়ার ডিভিশন লিগে। শনিবার নৈহাটিতে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস এবং সাদার্ন সমিতি।
খেলা চলছিল ১-১ পর্যায়ে, এমন সময়ে সাদার্নের এক খেলোয়াড় একা ছিল ইউনাইটেডের গোলকিপারের সামনে, গোল প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে রেফারি অফসাইড ডেকে দেন।
আর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাদার্ন ডাগআউট। সেই সময়ে সাদার্ন সমিতির সচিব তথা আইএফএ সহ সভাপতি সৌরভ পাল মাঠ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই নিয়ে বিতর্ক তৈরি হল আবারও।
এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া ফোনালাপে ইউনাইটেড শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য জানিয়েছেন, লিগে অবনমন না থাকলে এমনই ঘটবে। এদিকে সাদার্ন সচিব ফোনালাপে অভিযোগ করেছেন ইউনাইটেডের প্রতি রেফারির পক্ষপাতিত্ব। তিনি জানিয়েছেন, নৈহাটিতে ও কল্যাণীতে ইউনাইটেডের সেটিং রয়েছে।
সব মিলিয়ে পক্ষপাতিত্ব ও বিতর্কে আবারও কালিমালিপ্ত হল কলকাতা লিগ।