ওয়ানডে নেতৃত্ব থেকে বিরাট কোহলির অপসারণ নিয়ে বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়, টি২০ আন্তর্জাতিকের পর এবার ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। কিন্তু একেবারে হঠাৎ করে বিরাট কোহলিকে কেন সরিয়ে দিল, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ শতাংশের কাছাকাছি জয় রয়েছে অধিনায়ক বিরাটের। যদিও তার অধীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পায়নি ভারত। তবে একেবারে হঠাৎ করে বিরাটের এই অপসারণ নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন অনেকেই। এমনকি, এর জন্য তীব্র রোষের মুখে পড়তে হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে।
এবার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়কের থাকায় রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা। যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং টি২০ আন্তর্জাতিক ফর্ম্যাটের নেতৃত্ব থেকে না সরার জন্য বিরাটকে অনুরোধও করেছিল বিসিসিআই, দাবি সৌরভের।
এই নিয়ে সৌরভ বলেছেন, "আমরা (বিসিসিআই) বিরাটকে অনুরোধ করেছিলাম যাতে টি২০ আন্তর্জাতিকের অধিনায়কত্ব না ছাড়তে। নেতৃত্ব পরিবর্তনের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু ও টি২০ আন্তর্জাতিকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিল এবং নির্বাচকরা সিদ্ধান্ত নেয় সীমিত ওভারের অধিনায়কত্বে কোনও ভাগাভাগি হবে না, একেবারে আলাদা করতে হবে।"
ফলে এটি স্পষ্ট, বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিকের নেতৃত্ব না ছাড়লে হয়ত তিনিই ওয়ানডে আন্তর্জাতিকের অধিনায়ক হিসেবে থেকে যেতেন। আর সেই কারণে সাদা বলের ক্রিকেটে কেবল একজন নেতার উপরেই ভরসা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর তিনি হলেন রোহিত শর্মা।