এটিকে মোহনবাগান বোর্ডে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব তাঁবুতে যান সদ্য বিসিসিআই সভাপতি পদ থেকে সরে আসা সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো সাংবাদিক সম্মেলনেও আসবেন। এবং কথা মতোই বাংলার গৌরব আজ মোহনবাগান তাঁবু ঘুরে দেখার পর সাংবাদিক সম্মেলনে এসে বেশ কিছু কথা বলেন।
প্রথমেই ক্লাবের অন্যতম কর্তা দেবাশিষ দত্ত বলেন যে তিনি সৌরভকে নতুন টেন্টে আসতে বলেছিলেন, এবং সৌরভ তাঁর কথা শুনে নতুন সুসজ্জিত ক্লাব টেন্ট ঘুরেও দেখেছেন। তিনি জানিয়েছেন, "মোহনবাগান ক্লাব সবসময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে থাকবে।"
এরপর প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য রাখেন। প্রথমেই তিনি ক্লাবের নতুন সজ্জার ঢালাও প্রশংসা করেন। তিনি বলেন, "ক্লাব খুব সুন্দর সাজানো হয়েছে। অনেকদিন আসিনি, এসে ভাল লাগলো। নতুন লাইট লাগানো হয়েছে। দেবাশিস দত্ত, বাবুন বলেছেন মাঠ এখন আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আমি একদিন অনুশীলন দেখতে আসব।"
আসন্ন কলকাতা ডার্বি দেখতে যাওয়া নিয়ে তিনি নিজেই জানিয়েছেন, "যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে। এর আগে কোভিডের জন্য আইএসএল গোয়ায় হয়েছে, এবার হোম-অ্যাওয়েতে খেলা হচ্ছে।"
শুধু ডার্বি নয়, সৌরভ জানিয়েছেন তিনি আসন্ন ফিফা বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচ দেখতে যাবেন। এছাড়াও তাঁর হাতে এখন সময় আছে, তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং অন্যান্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলের খেলাও দেখতে যাবেন। তিনি বলেছেন, "ক্রিকেট খেলেছি সারাজীবন তবে ফুটবল খুব ভাল লাগে।"
অনেক বছর আগে তিনি এই ক্লাব তাঁবুতে খেলে গেছেন তবে ক্লাবের ক্যান্টিন, মাঠ, এমনকি রমা নামের মালিকেও তিনি মনে রেখেছেন। ক্লাবে শেষ এসেছিলেন তিন বছর আগে, ক্লাবের নতুন এই রূপ দেখে তিনি বারংবার প্রশংসা করেন। তিনি বলেন, "তিন বছর আগে এসেছিলাম তবে এতো সুন্দর ছিলনা। আর্মির সমস্যা থাকা সত্ত্বেও এতো সুন্দর সাজিয়েছে।"
তবে ক্লাবে কি কোনো বিশেষ কারণে এসেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি ক্লাবের নতুন সজ্জা দেখতে এসেছিলেন। দেবাশিষ দত্তের সাথে গল্প করতে এসেছিলেন। এবং ক্লাবে এসে তিনি ঘুগনি খেয়েছেন।
এটিকে প্রেফিক্স নিয়ে যে বিতর্ক সে বিষয় সৌরভ বলেছেন এই বিষয়টি দেখবেন দেবাশিষ দত্ত, তিনি কিছু বলবেন না। তবে এটিকে মোহনবাগান দলের বোর্ডে সৌরভকে খুব শীঘ্রই আবার দেখা যাবে, সেই ইংগিতও দিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দেবাশিষ দত্ত।