ক্রোয়েশিয়ার হেভিওয়েট ক্লাব ডিনামো জাগ্রেবে সুযোগ পেলেন ভারতের এই দুই ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাম্প্রতিক অতীতে বেশ কিছু ভারতীয় ফুটবলার সই করছেন বিদেশের ক্লাবে। সদ্য মহিলা ফুটবলার মনীষা কল্যাণ প্রথম ভারতীয় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার ইউরোপের এই বড় ক্লাবে সুযোগ পেলেন ভারতের দুই ফুটবলার।
দেশের দুই মহিলা ফুটবলার সৌম্যা গুগুলোথ এবং জ্যোতি চৌহান এক বছরের চুক্তিতে সই করেছেন ক্রোয়েশিয়ার হেভিওয়েট ক্লাব ডিনামো জাগ্রেবের মহিলা দলে।
গত জুন মাসে কলকাতায় আয়োজিত হওয়া উইমেন্স ইন স্পোর্টস ট্রায়ালে অংশ নিয়েছিলেন জ্যোতি ও সৌম্যা। সেই ট্রায়ালে এই দুই ফুটবলারকে পছন্দ করেছিলেন ডিনামো জাগ্রেবের সহকারী কোচ মিয়া মেডভেডোস্কি। এরপর গত আগস্ট মাসে এই দুই ফুটবলারকে দুই সপ্তাহের ট্রায়ালের আমন্ত্রণ জানিয়েছিল ডিনামো জাগ্রেব। আর সেই ট্রায়ালে নিজেদের যোগ্য প্রমাণিত করে নির্বাচিত হয়েছেন সৌম্যা ও জ্যোতি।
তেলেঙ্গানার ২১ বছর বয়সী মিডফিল্ডার সৌম্যা গুগুলোথ সদ্য খেলেছেন গোকুলাম কেরালার মহিলা দলে। এদিকে মধ্যপ্রদেশের মেয়ে জ্যোতিও ছিলেন গোকুলাম কেরালাতে।