রোনাল্ডোর গোলের জন্য DRS এর দরকার ছিল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার মধ্যরাতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের মহারণে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও উরুগুয়ে। আর সেই ম্যাচে ২-০ ফলে জিতে শেষ ষোলোয় উঠে গেল পর্তুগাল। তবে এই ম্যাচে একটি আকর্ষণীয় ঘটনা ঘটে।
ম্যাচের ৫৪ মিনিটে, ব্রুনো ফার্নান্ডেজ দুর্দান্ত একটি ক্রস বাড়ান বক্সে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদ্দেশ্যে, যিনি লাফিয়ে উঠে বলটিকে মাথায় ঠেকানোর চেষ্টা করেন, আর সেই বলটি গোলে ঢুকে যায়। এরপর নিজের গোল বলে সেলিব্রেট করতে থাকেন রোনাল্ডো।
কিন্তু তারপর দেখা গেল, ফিফার তরফ থেকে সেই গোলটি ব্রুনোর নামে দেওয়া হয়, যার পরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়। রিপ্লে ও ছবিতে দেখা যায়, সম্ভবত রোনাল্ডোর চুলের হালকা স্পর্শ লেগেছে বলে। আবার অনেকে মনে করছেন, কোনওরকম সংযোগ হয়নি রোনাল্ডোর সাথে বলের।
এই পরিস্থিতিতে, ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, DRS এর স্নিকোমিটারের দরকার ছিল এই গোলটির জন্য। ক্রিকেটে স্নিকোমিটার ব্যবহার করা হয় মূলত ব্যাটের সাথে কিংবা শরীরের সাথে বলের সংযোগ লেগেছে কিনা।
এই নিয়ে টুইটারে বিশেষ পোস্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস ওকস। তিনি লিখেছেন, "রোনাল্ডোর গোল নিয়ে স্নিকো কি বলছে? মনে হয় ফ্ল্যাট লাইন।"
এদিকে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকার নেওয়া পিয়ের্স মর্গ্যান নিজের টুইটারে রোনাল্ডোকে শুভেচ্ছা জানান তার গোলের জন্য। তবে মর্গ্যানের এই টুইটের পালটা দেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। তিনি লিখেছেন, "আমার মনে হয় আপনি ব্রুনো ফার্নান্ডেজের টুইটার হ্যান্ডেল খুঁজছিলেন।"
এদিকে নিজের গোল না হওয়া সত্ত্বেও রোনাল্ডোর এমন উচ্ছ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের মত রেখেছেন। চলুন দেখে নেওয়া যাক -