চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে এবার ইউরোপা লিগে বার্সিলোনা, ফুটবল বিশ্ব দিল এই প্রতিক্রিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুঃস্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে এফসি বার্সিলোনার। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সা চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল। আর এর সাথে উয়েফা ইউরোপা লিগের নকআউট প্লেঅফসে গিয়ে পৌঁছল।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচডেতে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ ফলে হারে বার্সিলোনা। অন্যদিকে লিসবনে ডাইনামো কিয়েভকে ২-০ গোলে হারায় বেনফিকা। যার জেরে বার্সিলোনার ছিটকে যাওয়া নিশ্চিত হয়।
২০০৩-০৪ উয়েফা কাপের পর আবার এফসি বার্সিলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে খেলতে হবে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের প্রতিক্রিয়া চলে আসছে। এই নিয়ে কি বলছে সোশ্যাল মিডিয়া, তা জেনে নিই -