অতিরিক্ত প্রত্যাশার বোঝা ভারী হয়ে গিয়েছে! রায়োর বিরুদ্ধে ড্রয়ের পর বার্তা বার্সা কোচ জাভির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ট্রান্সফার উইন্ডোতে দুর্ধর্ষ পারফর্ম করেছে এফসি বার্সিলোনা। আর্থিক দেনার মাঝেও একের পর এক তারকা ফুটবলারদের সই করে শক্তিবৃদ্ধি করেছে কাতালান জায়ান্টরা। কিন্তু লা লিগার প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর কাছে গোলশূন্য ফলে আটকে যায় বার্সা।
এবং ঘরের মাঠে জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই অখুশি বার্সা সমর্থকরা। যদিও হেড কোচ জাভি মনে করছেন, প্রতিপক্ষ অনেক ভালো ডিফেন্ড করেছে এবং তিনি সমর্থকদের শান্ত হওয়ার বার্তা দেন।
ম্যাচের পর জাভি বলেছেন, "খুব কঠিন ম্যাচ ছিল। রায়ো খুব ভালো ডিফেন্ড করেছে আর ওদের গোলকিপারও খুব ভালো খেলেছে। আমাদের পক্ষে কাজটা কঠিন ছিল কিন্তু অন্তত একটি গোল করার সুযোগ ছিল আমাদের কাছে। একের পর এক মিনিট অতিক্রম করা এবং ক্লান্তিভাব ও সময় নষ্ট - সব মিলিয়ে ম্যাচটি আমাদের জন্য জটিল হয়ে পড়েছিল।"
এরপর জাভি বলেছেন, "খুবই দুঃখজনক কারণ আমরা দেখাতে চেয়েছিলাম যে আমরা সঠিক পথেই হাঁটছি। আমরা সমর্থকদের সেই উদ্দীপনা ফিরিয়ে দিতে চেয়েছিলাম যা ওরা আমাদের উপর রেখেছে। আমরা সমর্থকদের শান্ত হতে বলছি, এখনও সময় রয়েছে। আমাদের এই খেলার মডেলটিকে চালিয়ে যেতে হবে, কারণ এটিই সঠিক সময় সাফল্য পাওয়ার জন্য।"
শেষে জাভি বলেছেন, "প্রত্যাশার কারণে, দলটি অনেকটা বেশিই নার্ভাস হয়ে পড়েছে। আমি ওদের বলেছি যে আমার উপর পুরো চাপ রয়েছে। রায়ো ট্যাকটিক্যাল উপায়ে ও ডিফেন্সিভভাবে খুব ভালো ছিল। আমরা সব উপায় প্রয়োগ করেছি, আমরা সাফল্য পাইনি। আমি খেলোয়াড়দের উপর থেকে চার সরানোর চেষ্টা করেছি এবং প্রত্যাশা আমাদের উপর ভারী হয়েছে। আমরা পরের ম্যাচ জেতার চেষ্টা করব।"