যে ক্লাবের হয়ে এত বছর লড়লেন, সেই ক্লাবের বিরুদ্ধে নিজের জীবন দিতে প্রস্তুত সের্জিও র্যামোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ পর্বের ড্র আয়োজিত হয়েছে। আর সেখানে সব থেকে বড় ম্যাচ হিসেবে উঠে এসেছে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের লড়াইটি। একদিকে মেসি নিজের পুরোনো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামার সুযোগ পাবেন। এদিকে দীর্ঘ ১৬ বছর ধরে যে দলের সেবা করে এসেছেন, এবার সেই দলের বিরুদ্ধে খেলতে নামবেন সের্জিও র্যামোস।
কিন্তু এই ড্রয়ের পর কি অনুভূতি হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারের? নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে নামতে কিছুটা আবেগপ্রবণ হচ্ছেন র্যামোস, তবে খেলার মাঠে সেই আবেগ ঝেড়ে পিএসজির জন্য জীবন দিতে রাজি ৩৫ বছরের এই তারকা ফুটবলার।
এই নিয়ে এক সাক্ষাৎকারে র্যামোস বলেছেন, "ভাগ্য অনেক সময় কৌতুকপূর্ণ হয়। আমার অন্য কোনও দলকে পেলে ভালো লাগত। আপনারা জানেন রিয়াল মাদ্রিদের প্রতি আমার আকর্ষণ ও ভালোবাসার কথা। এবার আমার পালা এসেছে পিএসজির রক্ষা করা এবং সব কিছু করার চেষ্টা করব উতরানোর জন্য। এই দলটা আমার উপর বাজি রেখেছে। আমি মৃত্যু পর্যন্ত লড়ব পিএসজির জন্য।"
টানা ১৬ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন র্যামোস, চারটি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ২২টি ট্রফি জিতেছেন তিনি। কিন্তু মরশুমের শুরুতে র্যামোসকে ছেড়ে দেয় রিয়াল মাদ্রিদ, আর প্যারিস সেইন্ট জার্মেইন তাকে সই করায়। যদিও প্যারিসে এসে চোটের জেরে তেমনভাবে খেলতে পারেননি এই স্প্যানিয়ার্ড।
এই নিয়ে র্যামোস বলেছেন, "পরিস্থিতি কঠিন যাচ্ছে, আমার কেরিয়ার যেমন ভাবে চলছিল তার থেকে সম্পূর্ণ আলাদা চলছে। চোট সব সময় আমায় শ্রদ্ধা করেছে। একজন খেলোয়াড় হিসেবে নিজেকে আবারও অনুভব করাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ঘন্টার আঁধার ও একাকিত্ব আমায় সাহায্য করেছে এই ধরণের পরিস্থিতির লড়াই করার জন্য। এটি আমায় সাহায্য করেছে জানতে কারা তোমার সাথে ছিল আর কারা নেই।"