হে ফুটবল, বিদায়! হৃদযন্ত্রের সমস্যার জন্য খেলাকে অবসর জানালেন সের্জিও আগুয়েরো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা ছিল, ঠিক তাই ঘটল। হৃদযন্ত্রের সমস্যার জন্য ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন সুপারস্টার আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। বুধবার ক্যাম্প ন্যুতে এক সাংবাদিক বৈঠকে চোখের জলে এমনই ঘোষণা করেন আগুয়েরো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগুয়েরো বলেছেন, "এই বৈঠকটি ডাকা হয়েছে এটি জানানোর জন্য যে আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবল খেলা বন্ধ করার। এটি খুবই কঠিন মুহুর্ত। যে সিদ্ধান্ত আমি নিয়েছি, তা আমার স্বাস্থ্যের জন্য, আর সেটিই মূল কারণ, কারণ দেড় মাস আগে যে সমস্যায় আমি পড়েছিলাম। আমি ভালো চিকিৎসক ও মেডিকাল স্টাফদের হাতে পড়েছিলাম, যারা নিজেদের সেরাটা দিয়েছে এবং বলেছে যে খেলা বন্ধ করাটাই সব থেকে ভালো কাজ হবে।"
"তাই আমি গত সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি প্রত্যেককে বলতে চাই আমি সর্বতোভাবে চেষ্টা করেছি আশা জাগানোর জন্য। কিন্তু খুব বেশি আশা ছিল না।"
আগুয়েরোর এই বিশেষ সাংবাদিক বৈঠকে বার্সিলোনার কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ারদিওলা। এছাড়া উপস্থিত ছিলেন আগুয়েরোর পুরোনো ক্লাবগুলির কর্তারাও।