চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে বার্সা-বায়ার্ন-ইন্টার, দেখে নিন গ্রুপবিন্যাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আয়োজিত হল আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। আর এই ড্রকে ঘিরে আগ্রহ ছিল সকলের। কোনটি হবে গ্রুপ অফ ডেথ, হেভিওয়েট দলগুলি কোন গ্রুপে যাবে - এসব নিয়েই চিন্তাভাবনা ছিল।
নিঃসন্দেহে এবারের গ্রুপ অফ ডেথ হল গ্রুপ সি। একই গ্রুপে পড়েছে এফসি বার্সিলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। আর তাদের সাথে পড়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন। বার্সিলোনায় সদ্য যোগ দেওয়া রবার্ট লেওয়ানডস্কি খেলবেন নিজের পুরোনো ক্লাব বায়ার্নের বিরুদ্ধে। ফলে এই গ্রুপ বেশ চিত্তাকর্ষক হবে।
এদিকে গ্রুপ এ এর লড়াইও যথেষ্ট কঠিন। একই গ্রুপে রয়েছে আয়াক্স, লিভারপুল ও নাপোলি। এছাড়া ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা রেঞ্জার্সও রয়েছে।
গ্রুপ বি তে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, বেলজিয়ামের ক্লাব ব্রুজ এবং বায়ার্ন লেভারকুজেন।
গ্রুপ সি তো গ্রুপ অফ ডেথ, আগেই বলা হয়েছে। গ্রুপ ডি তে রয়েছে জার্মানির এইন্ট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং লিসবন ও মার্সেই।
গ্রুপ ই তে দুই হেভিওয়েট দল চেলসি ও এসি মিলান রয়েছে। এছাড়া রয়েছে রেড বুল সালজবার্গ এবং ক্রোয়েশিয়ার ডিনামো জাগ্রেব।
গ্রুপ এফ এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের সাথে রয়েছে আর বি লিপজিগ, শাখতার ডোনেতস্ক ও সেল্টিক।
গ্রুপ জি তে খেলবে ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড। অর্থাৎ সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ড নিজের পুরোনো দলের বিরুদ্ধে খেলবেন। এছাড়া রয়েছে সেভিয়া ও এফসি কোপেনহাভেন।
এবং গ্রুপ এইচ এ রয়েছে দুই দেশের দুই লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন ও জুভেন্টাস। এবং তারা খেলবে বেনফিকা ও ইজরায়েলের ক্লাব মাক্কাবি হাইফা।