ভাঙাচোরা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিততে একাদশে এই পরিবর্তন আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইএসএলে লিগের দুই লাস্ট বয়ের খেলা। একদিকে ধুঁকতে থাকা নর্থইস্ট ইউনাইটেড, অন্যদিকে একটিও জয় না পাওয়া এসসি ইস্টবেঙ্গল। দুই দলই জিততে মরিয়া থাকবে, এবং লিগ টেবিলে কিছুটা ওপরে ওঠার চেষ্টা করবে।
এক দিকে যেমন নর্থইস্টের তারকা ফরোয়ার্ড দেশর্ন ব্রাউন চোটের জন্য বাইরে, অন্যদিকে ইস্টবেঙ্গলের ড্যারেন সিডোয়েল, মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিংয়ের মত একাধিক খেলোয়াড় বাইরে। এই পরিস্থিতিতে কোচ জোসে ম্যানুয়েল ডিয়াজ প্রথম একাদশে পরিবর্তন আনতে চাইবেন।
সাংবাদিক বৈঠকে ডিয়াজ জানিয়েছেন, এই ম্যাচে নামতে পারেন অরিন্দম ভট্টাচার্য। ডার্বির লজ্জা ভুলে আবারও নিজেকে তুলে ধরার অঙ্গীকার নিয়ে নর্থইস্টের বিরুদ্ধে শুরু করবেন অরিন্দম। এদিকে ডিফেন্সে টমিস্লাভ মর্চেলার সাথে শুরু করতে পারেন আদিল খান, আর দুই সাইডব্যাকে রাজু গায়কোয়াড় ও হীরা মন্ডল নামতে পারেন।
এদিকে মাঝমাঠে, অমরজিত সিং কিয়াম ও লালরিয়ানা হামতের সাথে নেতৃত্ব দেবেন আমির ডেরভিসেভিচ। কেরালা ম্যাচে দ্বিতীয়ার্ধে আমিরের নামার পরেই মাঝমাঠে বলের দখল পেয়েছিল ইস্টবেঙ্গল, আর সেটি প্রথম থেকে চাইবেন কোচ।
আর আক্রমণে সেমবোই হাওকিপকে সেকেন্ড স্ট্রাইকার খেলিয়ে দুই প্রান্ত থেকে আক্রমণে উঠবেন আন্তোনিও পেরোসেভিচ ও ড্যানিয়েল চিমা।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), রাজু গায়কোয়াড়, টমিস্লাভ মর্চেলা, আদিল খান, হীরা মন্ডল, অমরজিত সিং কিয়াম, আমির ডেরভিসেভিচ, লালরিয়ানা হামতে, আন্তোনিও পেরোসেভিচ, সেমবোই হাওকিপ, ড্যানিয়েল চিমা।