এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে বড় পরিবর্তন আনতে চলেছে চোটে জর্জরিত ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চার ম্যাচে দুই ড্র, মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে এসসি ইস্টবেঙ্গল। এবার সামনে আর এক জয়হীন দল এফসি গোয়া। লিগ টেবিলের একেবারে নীচে অবস্থান করা গোয়ার বিরুদ্ধে প্রথম জয় পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।
তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় সমস্যা হল চোট-আঘাতের সমস্যা। ইতিমধ্যেই জ্যাকিচাঁদ সিং ও অঙ্কিত মুখার্জি পুরোপুরি ফিট হতে পারেননি। হালকা চোট রয়েছে ড্যারেন সিডোয়েল ও মহম্মদ রফিকের। এই পরিস্থিতিতে প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন কোচ ম্যানুয়েল ডিয়াজ।
ডিফেন্সে জয়নেয়ার লৌরেঙ্কো ও ড্যানিয়েল গোমসের খারাপ পারফর্মেন্সের জেরে সম্ভবত তাদের আর প্রথম একাদশে আনবেন না কোচ। সেক্ষেত্রে আদিল খান ও রাজু গায়কোয়াড়কে শুরু থেকে খেলাবেন কোচ। আদিল সেন্ট্রাল ডিফেন্সে দায়িত্ব পালন করবেন টমিস্লাভ মর্চেলার সাথে, আর রাজু চলে যাবেন উইংব্যাকে। আর এক উইংব্যাক সামলাবেন হীরা মন্ডল।
এদিকে মহম্মদ রফিকের জায়গায় বিকাশ জাইরুকে সুযোগ দেওয়া হতে পারে। আর মাঝমাঠে নেতৃত্ব দেবেন আমির ডেরভিসেভিচ। দুই প্রান্ত থেকে আক্রমণ শানাবেন নাওরেম মহেশ সিং ও বিকাশ, যেখানে ডেরভিসেভিচের সাথে মাঝখান থেকে খেলা তৈরি করবেন অমরজিত সিং কিয়াম।
এছাড়া সিডোয়েলের জায়গায় বিদেশী হিসেবে প্রথম থেকে শুরু করবেন আন্তোনিও পেরোসেভিচ। গোয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। ড্যানিয়েল চিমাকে সামনে রেখে সেই কাজই করতে চাইছেন কোচ ম্যানুয়েল ডিয়াজ।
এফসি গোয়ার বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - শুভম সেন (গোলকিপার), হীরা মন্ডল, আদিল খান, টমিস্লাভ মর্চেলা (অধিনায়ক), রাজু গায়কোয়াড়, নাওরেম মহেশ সিং, আমির ডেরভিসেভিচ, অমরজিত সিং কিয়াম, বিকাশ জাইরু, আন্তোনিও পেরোসেভিচ, ড্যানিয়েল চিমা।