কেরালার বিরুদ্ধে ভালো খেলেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের

এসসি ইস্টবেঙ্গল - ১ (টমিস্লাভ মর্চেলা)
কেরালা ব্লাস্টার্স - ১ (আলভারো ভাসকেজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ছয় ম্যাচ হয়ে গেলেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও একটি দুর্ভাগ্যজনক গোলের জেরে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে লাল-হলুদ ব্রিগেডের।
শুরুর দিকে দুই দলই চরম আক্রমণ শুরু করেছিল। তবে বেশ শারীরিক শক্তির লড়াই চলছিল। তবে ৩৭ মিনিটে রাজু গায়কোয়াড়ের থ্রো থেকে হেড করে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন টমিস্লাভ মর্চেলা। তবে ৪৪ মিনিটে আলভারো ভাসকেজের দুরপাল্লার শট মর্চেলার মাথায় লেগে শঙ্কর রায়কে বিভ্রান্ত করে গোলে ঢুকে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের চেষ্টা করলেও গোলমুখ আর খোলে না। যদিও শেষের দিকে কেরালার একটি ন্যায্য গোলকে অফসাইড ঘোষণা করেন লাইন্সম্যান। তবে শেষ অবধি ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।