এটাই যেন চেনা ইস্টবেঙ্গল! চেন্নাইনের বিরুদ্ধে দুর্দান্ত লড়ে ড্র লাল-হলুদের

চেন্নাইন এফসি - ০
এসসি ইস্টবেঙ্গল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটাই যেন পরিচিত ইস্টবেঙ্গল। সেই লড়াই, সেই ৯০ মিনিট অবধি লড়ে যাওয়া - শুধু এল না সেই গোলটা। একদিকে চেন্নাইনের একটানা আক্রমণকে রুখে দেওয়া, অন্যদিকে চিমা-নাওরেমের কাউন্টার অ্যাটাকিং আক্রমণ।
তবে প্রশংসা করতেই হবে তিনজনের বিষয়ে। প্রথমত শুভম সেন। তিনটি অনবদ্য সেভ করে ইস্টবেঙ্গলকে বাঁচিয়ে দেন শুভম। এদিকে লালরিনজুয়ালা ছাংতেকে পকেটে পুরে দেন হীরা মন্ডল। আর অধিনায়ক হিসেবে টমিস্লাভ মর্সেলা ছিলেন অসাধারণ।
এদিকে ফরোয়ার্ডে ড্যানিয়েল চিমা প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন৷ একা চেন্নাইনের ডিফেন্ডারদের সাথে লড়াই করে আক্রমণ তুলেছেন। এদিকে প্রচুর খেটেছেন নাওরেম মহেশ সিং। সব মিলিয়ে, বেশ প্রত্যয়ী ফুটবল খেলে ড্র করল ইস্টবেঙ্গল।