আমরা ভালো খেলেও সেটি ধরে রাখছি না - কেরালা ম্যাচের আগে হতাশা প্রকাশ ম্যানুয়েল ডিয়াজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট, লিগ টেবিলে একেবারে শেষের দিকে - সব মিলিয়ে এই বছর এসসি ইস্টবেঙ্গলের অবস্থা তথৈবচ। গোল এলেও সেই গোল ধরে রাখার মত ডিফেন্স নেই লাল-হলুদের। আর এই বিষয়টি ভাবাচ্ছে কোচ ম্যানুয়েল ডিয়াজকে।
এবার সামনে কেরালা ব্লাস্টার্স। একাধিক তারকা ভারতীয় ও বিদেশী খেলোয়াড়দের নিয়ে গড়ে উঠেছে ইয়েলো ব্রিগেড। আর সেই ম্যাচে নামার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
প্রস্তুতি নিয়ে ডিয়াজ বলেছেন, "আমাদের প্রতিটি অনুশীলনে নিজেদের স্তরের উন্নতি করতে হবে, আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও উন্নতি করতে হবে।"
আপাতত দলের পারফর্মেন্স কেমন, এই নিয়ে স্প্যানিশ কোচের বার্তা, "আমরা এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলেছি, এবং এর মধ্যে কয়েকটিতে, আমরা আমাদের জেতার সুযোগের সদ্ব্যবহার করিনি।"
প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "কেরালা ব্লাস্টার্স একটি কমপ্যাক্ট দল, কঠিন পরিশ্রমী কিছু খেলোয়াড় রয়েছে এবং ওদের হারানো কঠিন হবে। এটি একটি জটিল ম্যাচ হবে।"
এখনও অবধি দল একটিও জয় পায়নি। এই পরিস্থিতিতে দলের পরিবেশ কেমন? এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "যখন আমরা ভালো খেলি কিন্তু জিততে পারি না, ড্রেসিংরুমে পরিস্থিতি একটু খারাপ থাকে। বেশিরভাগ ম্যাচে যেখানে আমরা ভালো জিনিস করেছি এবং জেতার জায়গায় ছিলাম।"