আমাদের আরও অনুশীলন করে যেতে হবে - গোয়া ম্যাচ হেরে বার্তা ইস্টবেঙ্গল হেড কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর পাঁচ ম্যাচে জয় নেই, মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে দারুণ লড়েও ৩-৪ গোলে হারে লাল-হলুদ ব্রিগেড।
আর এর জেরে বেশ হতাশ ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ। আর ম্যাচের পর মিডিয়ার মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন স্প্যানিশ কোচ। গোয়া ম্যাচের একাধিক ভুল নিয়ে ডিয়াজ বলেছেন, "আমাদের আরও অনুশীলন করতে হবে এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে, আর বড় ভুল করা চলবে না।"
তরুণ মিডফিল্ডার অমরজিত সিং কিয়ামকে নিজের পছন্দের সেন্ট্রাল জায়গা থেকে অনেকটা উইংয়ে খেলানো হচ্ছে। এবার গোয়া ম্যাচে আরও আক্রমণাত্ম পজিশনে খেলেছেন অমরজিত। এই প্রসঙ্গে ডিয়াজ বলেছেন, "অমরজিত একজন শক্তিশালী খেলোয়াড়। মিডফিল্ডার থেকে শুরু করে, ও প্রতিপক্ষের বক্সের আরও কাছে যেতে পারে।"
এই ম্যাচে খেলেননি ড্যারেন সিডোয়েল, এদিকে শুরু করেননি ড্যানিয়েল চিমা। এই প্রসঙ্গে ডিয়াজের আপডেট, সিডোয়েলের চোট রয়েছে। এছাড়া চার বিদেশী খেলানোয় চিমাকে পরে নামাতে হয়েছে।
এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের একমাত্র ভারতীয় গোলস্কোরার সেমবোই হাওকিপ। তা সত্ত্বেও কেন তাকে শুরু করানো হচ্ছে না? এর জবাবে ডিয়াজ বলেছেন, "আন্তোনিও আর চিমাকে আরও বেশি মিনিট খেলাতে হচ্ছে। সেমবোই নিশ্চিত ভবিষ্যতে খেলবে।"