লাল হলুদ সমর্থকদের সামনে ডার্বি জেতার আশ্বাস সার্থক গলুইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলার মানুষ দুই ভাগে ভাগ হতে বাকি আর এক দিন। শনিবার, ২৯ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ফুটবল দল। আইএসএলের গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসে চনমনে ইস্টবেঙ্গল ফুটবলাররা। ডার্বির প্রস্তুতির মাঝেই লাল হলুদ দলের অন্যতম প্রধান অস্ত্র সার্থক গলুই ইস্টবেঙ্গল মিডিয়া দলকে আসন্ন ডার্বি নিয়ে তার মতামত জানান।
২৪ বছর বয়সী সার্থক নর্থ ইস্ট ম্যাচ নিয়ে বলেন, "আমি আমার কাজ করেছি। কোচ আমার উপর আস্থা রেখেছিল এবং আমি চেষ্টা করেছি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার। আমি আনন্দিত যে শেষ ম্যাচে আমরা জিতেছি এবং তিন পয়েন্ট নিয়ে ফিরেছি। ডার্বি ম্যাচের আগে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।"
ডার্বি ম্যাচ নিয়ে তিনি বলেন, "নর্থ ইস্ট ম্যাচে আমাদের জয় দলকে বিশাল আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা খুবই ইতিবাচক এবং আশাবাদী। শনিবার আমরা ভাল খেলার চেষ্টা করবো।"
এর সাথে তিনি যোগ করেন, "ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান দুই দলই গত ম্যাচে জয়লাভ করেছে। সবাই জানে ডার্বি ম্যাচের গুরুত্ব কতটা। ম্যাচের দিন যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে।"
ডার্বির দিন স্টেডিয়াম ভর্তি সমর্থকদের উদ্দেশ্যে সার্থক বলেন, "দুই বছর পর সমর্থকদের আবারও স্টেডিয়ামে দেখতে পেয়ে মন ভরিয়ে দেয়। শনিবার কলকাতায় আমরা হিরো আইএসএলের প্রথম ডার্বি খেলতে চলেছি। যদিও এই মরশুমের প্রথম দুই ম্যাচে আমরা আশানুরূপ ফলাফল পাইনি, তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আমরা ফিরে এসেছি। আমি আমাদের সমর্থকদের অনুরোধ করবো আমাদের এভাবেই সমর্থন করে যাওয়ার জন্য। আমরা শনিবার লাল হলুদ সমর্থকদের সামনে জেতার ব্যাপারে আশাবাদী। "