হাবাসের পদত্যাগে হতবাক সঞ্জয় সেন, এটিকে মোহনবাগানের শেষ চারে যাওয়া নিয়ে আশাবাদী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ভারতীয় ফুটবলে বড়সড় চমক ঘটে। এটিকে মোহনবাগানের কোচের পদ ছাড়লেন আন্তোনিও হাবাস লোপেজ। আর এই নিয়ে হতবাক গোটা ভারতীয় ফুটবল মহল। এবারের আইএসএলের শেষ চার ম্যাচে এটিকে মোহনবাগানের জয়হীন দৌড়ের পর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এটিকে ও এটিকে মোহনবাগানে দুই মরশুম আন্তোনিও হাবাসের সহকারী হিসেবে কাজ করেছেন প্রখ্যাত প্রশিক্ষক সঞ্জয় সেন, একেবারে কাছ থেকে দেখেছেন এই স্প্যানিয়ার্ডকে। ফলে হাবাসের এই বিদায়ে কার্যত হতবাক হয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ।
এক্সট্রা টাইম বাংলার কাছ থেকেই এই খবর জেনেছেন সঞ্জয় সেন। একান্ত সাক্ষাৎকারে সঞ্জয় সেন হাবাসের পদত্যাগ নিয়ে বলেছেন, "আমি খুব অবাক হয়ে যাচ্ছি। যে পরিস্থিতি, তাতে কি কারণে পদত্যাগ করেছেন তা আমার জানা নেই। তোমাদের কাছ থেকে শুনলাম। কারণ আমি বিশ্বাস করি এটিকে মোহনবাগান এবারের আইএসএলে যে জায়গায় আছে, তো একটা জয় পেলে তিন-চারে উঠে যাবে। সুতরাং কেন এই পদত্যাগ, তা জানা নেই। এটা আমায় অবাক করে দিয়েছে।"
শুধুই কি এই চার ম্যাচের ফলাফল, নাকি রয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে কোনও চাপ? হাবাসের পদত্যাগের পিছনের কারণ নিয়ে সঞ্জয় সেনের বার্তা, "না আমি জানি না সেটা। কলকাতায় থেকে গোয়ায় কি হচ্ছে, ম্যানেজমেন্ট সেখানে কি ভাবছে সেটা এখান থেকে বসে বলতে পারব না। তবে নিশ্চই কিছু ব্যাপার রয়েছে, কারণ যে কোচটা গত বছর আমাদের চ্যাম্পিয়নশিপের দোড়গোড়ায় নিয়ে গিয়েছিল, আইএসএলের ইতিহাসের সফলতম কোচ, অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফসকে গিয়েছিল, তার আগের বছর এটিকের হয়ে চ্যাম্পিয়নশিপ জেতা, এত ভালো তার ট্র্যাক রেকর্ড, তার এরকম হঠাত করে পদত্যাগ সত্যিই অবাক করার মত। আমার মনে হয় ওই বলতে পারবে কি কারণে এই পদত্যাগ করেছে।"
হাবাসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন সঞ্জয় সেন, ফলে হাবাসের এই পদত্যাগে কি ক্ষতি হবে এটিকে মোহনবাগানের? এই নিয়ে সঞ্জয় সেনের বার্তা, "না সেটা তো ভবিষ্যতই বলবে, কতটা ক্ষতি হবে কি না। অনেক সময় পদত্যাগের ফলে কোনও দলের ভালো হয়েছে, আবার খারাপও হয়েছে। এখনও ১৪টা ম্যাচ বাকি রয়েছে, ছয়টা ম্যাচ খেলা হয়েছে, ৪২ পয়েন্টের খেলা এখনও বাকি। এখান থেকে ২৫-৩০ পয়েন্টও পেলে চারে চলে যাবে কোনও দল।"
সব মিলিয়ে, হাবাসের এই বিদায়ে অবাক হলেও সঞ্জয় সেন আশাবাদী, এখনই খুব তাড়াতাড়ি এটিকে মোহনবাগানের পরিস্থিতি বিচার করা।