উজবেকিস্তানে নিজেদের সর্বস্ব দিয়ে দেব! নাসাফের বিরুদ্ধে নামার আগে ইতিবাচক রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল নিয়ে প্রচন্ড ফোকাসড এটিকে মোহনবাগান। উজবেকিস্তানের ক্লাব এফসি নাসাফের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে সবুজ-মেরুণ ব্রিগেডের আশা রাখবে ফরোয়ার্ড রয় কৃষ্ণার উপর। মূলত রয়ের খেলাতেই খুলবে এটিকে মোহনবাগানের ভাগ্য।
আর এই পরিস্থিতিতে কি ভাবছেন খোদ রয় কৃষ্ণা? এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেশ ইতিবাচক বার্তাই দিলেন রয়। পাশাপাশি নিজের দলের প্রতি চুড়ান্ত আত্মবিশ্বাস রয়েছে ফিজির এই সুপারস্টারের।
কঠিন প্রতিপক্ষ এফসি নাসাফের বিরুদ্ধে ম্যাচের ফলাফল নিয়ে রয় কৃষ্ণা বলেছেন, "এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে আমরা নিজেদের যতটা সম্ভব প্রস্তুত রাখছি। আমাদের পরের ম্যাচ জিততে হবে পরের রাউন্ডে ওঠার জন্য। আমার কাছে, ব্যক্তিগতভাবে, এটি একটি বড় কৃতিত্ব হবে যদি আমরা পুরোটা যেতে পারি। তাই আমি আশাবাদী যে আমরা জিতে ফিরব, যদিও ঘরের সুবিধা রয়েছে ওদের কাছে।"
"সব মিলিয়ে, এটি একটি কঠিন ম্যাচ হবে কারণ ওদের কাছে কিছু ভালো বিদেশী খেলোয়াড় রয়েছে এবং ওরা ইতিমধ্যেই ওদের লিগ খেলা শুরু করে দিয়েছে। যার অর্থ হল ওরা কয়েক মাস ধরেই অনুশীলনের মধ্যে রয়েছে এবং এই ধরণের প্রস্তুত এক দলের বিরুদ্ধে খেলা সব সময় চ্যালেঞ্জ। আমরা উজবেকিস্তান যাচ্ছি নিজেদের সর্বস্ব দিতে।"
এদিকে প্রতিপক্ষের ডিফেন্সকে কাটিয়ে উঠে কিভাবে গোল দেবেন ও খেলা তৈরি করবেন রয়, সে নিয়ে তিনি বলেছেন, "যে কোনও দলই রক্ষণ করার জন্য নামবে, আর তাই আমরা প্রস্তুত যেহেতু আমাদের টার্গেট করা থাকবে। কোচের কিছু স্ট্র্যাটেজি ও ট্যাকটিক্স রয়েছে যা আমরা ব্যবহার করব এবং আশা করব এতে আমরা জয় তুলে আনব। এছাড়াও, আমাদের এক শক্তিশালী মাঝমাঠ ও রক্ষণ রয়েছে এবং এতে আমাদের বল ধরে রেখে খেলা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে আর গোল করার সুযোগ আসবে।"
"আমার লক্ষ্য হল দলকে জেতানো এবং যদি আমার কাছে গোল করার সুযোগ থাকে, আমি গোল করবই। যদি আমি অন্য কোনও খেলোয়াড়কে দিয়ে গোল করাতে পারি, তাহলেও আমি তাই করব। মূল লক্ষ্য হল দলকে জেতাতে সাহায্য করা, যদি তাতে আমাদের গোল বাঁচানোর জন্য ডিফেন্ডও করতে হয়।"
এএফসি কাপের গ্রুপপর্বে শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করলেও অনেক কিছু শিখেছেন রয় কৃষ্ণারা, যা কাজে লাগাবেন নকআউট পর্বে। তিনি বলেছেন, "আমার মনে হয় সব থেকে বড় শিক্ষা হল কোনও দলকে ছোট করে না দেখা এবং এক এক সময়ে এক এক ম্যাচ ধরে চলা। আমরা ডিভিশনের সেরাদের বিরুদ্ধে খেলছি তাই ওরা পুরো প্রস্তুত হয়েই আসবে। এর অর্থ হল আমাদের নিজেদের খেলা ও ফিটনেসকে আরও বাড়াতে হবে। কিছু দল লিগ জিতে প্লেঅফস খেলেছে এবং পুরো প্রস্তুতি নিয়েছে।"
"আমরা কেবল কয়েক সপ্তাহের জন্য একত্র হতে পেরেছিলাম কারণ নানা বিধিনিষেধে আমাদের আটকা পড়তে হয়েছিল। আমাদের অনেকেই একসাথে হতে পারিনি নিজেদের দেশের বিধিনিষেধের কারণে, আর এর জন্য আধিকারিকদের অনুরোধ করতে অনেক সময় লেগে গিয়েছিল। কিন্তু এখন এক মাসের বেশি হয়ে গিয়েছে এবং আমরা ভালো অনুশীলন করতে পেরেছি এবং ফিটনেস লেভেল ভালো হয়েছে।"