রয় কৃষ্ণার ফিজি যাওয়া নিয়ে অনিশ্চয়তা, স্বস্তি এটিকে মোহনবাগান শিবিরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এটিকে মোহনবাগান। তিন ম্যাচে নেই জয়। এই অবস্থায় খবর আসছে, মার্চে অনুষ্ঠিত হওয়া ওশিয়ানিয়া গ্রুপে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ফিজি চলে যাবেন রয় কৃষ্ণা।
যা খবর, তাতে প্রস্তুতি শিবিরের জন্য জানুয়ারি মাসেই ফিজি যাওয়ার কথা এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ডের। আর এই নিয়ে চিন্তা ছিল সমর্থকদের মধ্যে। তবে এর মাঝে এসেছে কিছুটা ভালো খবর।
জানা গিয়েছে, এখনও অবধি ফিজি ফুটবল ফেডারেশনের তরফ থেকে রয় কৃষ্ণাকে ফিরিয়ে আনার কোনও বার্তা দেওয়া হয়নি। জানুয়ারিতে রয় কৃষ্ণাকে যেতে হলে এতদিনে চিঠি পাঠাতে হত।
এদিকে রয় কৃষ্ণার না যাওয়া নিয়ে আশাবাদী এটিকে মোহনবাগান শিবির। যা খবর, আন্তোনিও লোপেজ হাবাস রয় কৃষ্ণাকে ধরেই মরশুমের স্ট্র্যাটেজি তৈরি করেছেন। ফলে রয় কৃষ্ণার ফিজি যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।